শ্রীলঙ্কায় বদলে গেল মুস্তাফিজের দল
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অনিশ্চয়তায় পড়েছিল মুস্তাফিজুর রহমানের খেলা। তাকে সরাসরি দলে নিয়েছিল ডাম্বুলা থান্ডার্স। আগামী মৌসুমে এলপিএলে দলটির হয়ে খেলার কথা মুস্তাফিজের। আইকন ক্রিকেটার হিসেবে তাকে নিয়েছিল এলপিএলের নতুন দলটি। তবে, সেই দলে খেলা হচ্ছে না তার।
মূলত, মুস্তাফিজের দলের মালিক তামিম রহমান গত ২২ মে ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হলে তৈরি হয় অনিশ্চয়তা। ডাম্বুলা থান্ডার্সকে নিষিদ্ধ করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। যদিও, নতুন করে মালিকানা খুঁজছিল তারা। অবশেষে, মিলেছে নতুন মালিক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রতিষ্ঠান সিকুইয়া কনসালট্যান্টস নিয়েছে নতুন মালিকানা। নিজেদের প্রতিবেদনে আজ বুধবার (৫ জুন) এমনটিই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
নতুন মালিকের অধীনে বদলেছে ক্লাবের নামও। ডাম্বুলা থান্ডার্স বদলে ক্লাবটির নাম এখন ডাম্বুলা সিক্সার্স। এলপিএলে দলটির দেখাশোনা করবে শ্রীলঙ্কায় সিকুইয়া কনসালট্যান্টসের সহযোগী প্রতিষ্ঠান পি সিলভা হোল্ডিংস। মুস্তাফিজের দল এখন তাই ডাম্বুলা থান্ডার্স নয়, ডাম্বুলা সিক্সার্স।
এর আগে ডাম্বুলার মালিকানা কিনেছিল বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস। প্রতিষ্ঠানটির মালিক তামিমকে কলম্বো বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কা পুলিশ। এরপর এক বিবৃতিতে এলপিএল কর্তৃপক্ষ জানায়, শ্রীলঙ্কান ক্রিকেট ও প্রিমিয়ার লিগের মান ঠিক রাখতে ক্লাবটিকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও, একদিন পরই সিদ্ধান্ত বদলায় কর্তৃপক্ষ। এলপিএলের পঞ্চম আসর শুরু হবে আগামী ১ জুলাই। শেষ হবে ২১ জুলাই।