মেক্সিকোকে হারিয়ে ব্রাজিলের ‘বিশেষ দিন’ উদযাপন
ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল ব্রাজিল। বিশ্বকাপে সর্বোচ্চ শিরাপাজয়ী দলটির ফুটবলীয় সৌন্দর্য বুঁদ করেছে গোটা বিশ্বকে। জোগো বোনিতোর ছন্দে ফুটবলপ্রেমীদের মেতে ওঠার শুরু ১১০ বছর আগে। ১৯১৪ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। ১১০ বছর পূর্তির দিনে মেক্সিকোর বিপক্ষে আজ রোববার (৯ জুন) প্রীতি ম্যাচে মাঠে নামে ব্রাজিল। ৩-২ গোলের জয়ে বিশেষ দিনটি রাঙিয়েছেন ব্রাজিলের ফুটবলাররা।
যুক্তরাষ্ট্রে আগামী ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। এর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে মেক্সিকোর মুখোমুখি হয় ব্রাজিল। টেক্সাসের কাইল ফিল্ডে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে ব্রাজিল। ম্যাচের মাত্র পাঁচ মিনিটে আন্দ্রেয়াস পেরেরার গোলে এগিয়ে যায় সেলেসাওরা। প্রথমার্ধে অবশ্য ওই একটিই গোল হয়েছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় ব্রাজিল। ৫৪ মিনিটে স্কোরশীটে নাম তোলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। দুই গোলে এগিয়ে যাওয়া সেলেসাওরা এরপর বেশ কয়েকটি আক্রমণ সাজালেও গোলের দেখা পাচ্ছিল না। উল্টো ৭৩ মিনিটে মেক্সিকোর হয়ে গোল করে ব্যবধান হুলিয়ান কুইনোনেস। ৯২ মিনিটে গিলের্মো মার্টিনেজের গোলে সমতা ফেরে খেলায়।
ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার পথে, তখন ব্রাজিলের মুখে হাসি ফোটান এন্ড্রিকস। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে (৯৬ মিনিট) শেষ মুহূর্তের গোল ব্রাজিলকে জয় এনে দেয়। বিশেষ দিনটিও স্মরণীয় করে রাখতে পেরেছ সেলেসাওরা।