কবে নতুন কোচ নিয়োগ দেবে ব্রাজিল?

দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর থেকে শূন্য হয়ে আছে ব্রাজিল কোচের পদ। শূন্য পদ কে পূর্ণ করবেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্রাজিলের কোচ হওয়ার পথে অনেকটা এগিয়ে ছিলেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের এই ইতালিয়ান কোচকে পেতে অপেক্ষা করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
আনচেলত্তিকে পাওয়ার পথ যতটা মসৃণ মনে হয়েছিল, ততটা নেই এখন। চুক্তি শেষ হওয়ার আগে তো বটেই, মৌসুম শেষ হওয়ারও আগে ব্রাজিলকে মৌখিক সম্মতি দিয়েছিলেন আনচেলত্তি। তাতে, ক্ষুব্ধ হয়েছে রিয়াল কর্তৃপক্ষ। ফলে, কিছুটা কঠিন হয়েছে কার্লোর ব্রাজিলের কোচ হওয়া।
অনিশ্চয়তার মাঝে ব্রাজিল দলের পরিচালক রদ্রিগো কায়েতানো জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে নতুন কোচ নিয়োগ দেবে ব্রাজিল। খবর ইএসপিএনের। কায়েতানোর মতে, ‘আমরা জানি, ব্রাজিলের কোচ নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ ও জাতীয় ব্যাপার। আমাদের অনেক বড় দায়িত্ব আছে। আমরা চাই অন্তত আগামী সপ্তাহের শেষে হলেও নতুন কোচের ব্যাপারে সিদ্ধান্ত নিতে।’
আনচেলত্তি না এলে বিকল্প হিসেবে কাকে আনা হবে, সেটিও ভেবে রেখেছে ব্রাজিল। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হোর্হে হেসুসকে ভাবা হচ্ছে প্রধান বিকল্প। ৭০ বছর বয়সী এই পর্তুগিজের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। বর্তমানে তিনি আছেন সৌদি ক্লাব-হিলালের দায়িত্বে।
হেসুসকে নিয়ে অবশ্য শঙ্কা আছে। নেইমারের সঙ্গে তার সম্পর্ক তিক্ত। আল-হিলালে থাকাকালীন নেইমারকে নিয়ে নানা সময় নেতিবাচক মন্তব্য করেছেন হেসুস। নেইমারও জানিয়েছেন কোচের সঙ্গে তিক্ততার কথা। সেক্ষেত্রে, বিকল্প হিসেবে আরও একজনকে ভেবে রেখেছে ব্রাজিল। তালিকায় আছেন ফেলিপে লুইজ। সাবেক ব্রাজিলিয়ান তারকা লুইজ বর্তমানে নিজ দেশের ক্লাব ফ্ল্যামেঙ্গোর প্রধান কোচের দায়িত্বে আছেন।