বিকল্প কোচ ভেবে রেখেছে ব্রাজিল

ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। তারাই কি না অনিশ্চিত ২০২৬ বিশ্বকাপে। সময়টা ভীষণ খারাপ যাচ্ছে ব্রাজিলের। বাছাইপর্বে নিজেদের মেলে ধরতে পারছে না ৫ বারের বিশ্বসেরা দলটি। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ দেখায় হেরেছে ৪-১ গোলে।
আর্জেন্টিনার কাছে হারের পর নড়েচড়ে বসেছে ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ। দরিভাল জুনিয়রকে দায়িত্ব থেকে সরানোর পরিকল্পনা সিবিএফের। ইতোমধ্যে খুঁজছে নতুন কোচ। করা হয়েছে কয়েকজনের তালিকা। যেখানে এগিয়ে আছেন কার্লো আনচেলত্তি।
রিয়াল মাদ্রিদের এই ইতালিয়ান কোচ না এলে বিকল্প হিসেবে কাকে আনা হবে, সেটিও ভেবে রেখেছে ব্রাজিল। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হোর্হে হেসুসকে ভাবা হচ্ছে প্রধান বিকল্প। ৭০ বছর বয়সী এই পর্তুগিজের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। বর্তমানে তিনি আছেন সৌদি ক্লাব-হিলালের দায়িত্বে।
হেসুসকে নিয়ে অবশ্য শঙ্কা আছে। নেইমারের সঙ্গে তার সম্পর্ক তিক্ত। আল-হিলালে থাকাকালীন নেইমারকে নিয়ে নানা সময় নেতিবাচক মন্তব্য করেছেন হেসুস। নেইমারও জানিয়েছেন কোচের সঙ্গে তিক্ততার কথা। সেক্ষেত্রে, বিকল্প হিসেবে আরও একজনকে ভেবে রেখেছে ব্রাজিল। তালিকায় আছেন ফেলিপে লুইজ। সাবেক ব্রাজিলিয়ান তারকা লুইজ বর্তমানে নিজ দেশের ক্লাব ফ্ল্যামেঙ্গোর প্রধান কোচের দায়িত্বে আছেন।