এলপিএলে তাসকিন-মুস্তাফিজদের খেলা কবে কখন
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই মাঠে গড়াচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এর পঞ্চম আসর। আজ হতে শুরু হচ্ছে মাঠের লড়াই। সেই লিগে যোগ দিতে এরইমধ্যে শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছেছেন তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। এক নজরে দেখে নেওয়া যাক তাসকিন-মুস্তাফিজদের খেলার সময়সূচি।
পহেলা জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। তাসকিনকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। মুস্তাফিজকে নিয়েছে ডাম্বুলা সিক্সার্স। দুজনকে প্লেয়ার্স ড্রাফট থেকে দলে ভেড়ায় দুই ফ্র্যাঞ্চাইজি। আর আগে থেকে মুস্তাফিজের দলে আছেন তাওহিদ হৃদয়।
এলপিএলে মুস্তাফিজ ও তাসকিনদের ম্যাচের সূচি—
১ জুলাই, ক্যান্ডি ফ্যালকনস বনাম ডাম্বুলা সিক্সার্স, রাত ৮টা
২ জুলাই, বি লাভ ক্যান্ডি বনাম কলম্বো স্ট্রাইকার্স, রাত ৮টা
৩ জুলাই, ডাম্বুলা সিক্সার্স বনাম জাফনা কিংস, বেলা সাড়ে তিনটা
৩ জুলাই, কলম্বো স্ট্রাইকার্স বনাম গালে মারবেলস, রাত ৮টা
৬ জুলাই, বি লাভ ক্যান্ডি বনাম কলম্বো স্ট্রাইকার্স, বেলা সাড়ে তিনটা
৬ জুলাই, ডাম্বুলা সিক্সার্স বনাম জাফনা কিংস, রাত ৮টা
৭ জুলাই, বি লাভ ক্যান্ডি বনাম গালে মারবেলস, বেলা সাড়ে তিনটা
৭ জুলাই, ডাম্বুলা সিক্সার্স বনাম কলম্বো স্ট্রাইকার্স, রাত ৮টা
৯ জুলাই, ডাম্বুলা সিক্সার্স বনাম গালে মারবেলস, রাত ৮টা
১০ জুলাই, কলম্বো স্ট্রাইকার্স বনাম জাফনা কিংস, বেলা সাড়ে তিনটা
১৪ জুলাই, ডাম্বুলা সিক্সার্স বনাম গালে মারবেলস, বেলা সাড়ে তিনটা
১৪ জুলাই, কলম্বো স্ট্রাইকার্স বনাম জাফনা কিংস, রাত ৮টা
১৫ জুলাই, বি লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা স্ট্রাইকার্স, বেলা সাড়ে তিনটা
১৬ জুলাই, কলম্বো স্ট্রাইকার্স বনাম ডাম্বুলা স্ট্রাইকার্স, রাত ৮টা
লঙ্কান লিগে খেলার প্রস্তাব ছিল পেসার শরিফুল ইসলামেরও। কিন্তু বোর্ড তাকে ছাড়পত্র দেবে না বলে আগেই জানিয়ে দেয়। তাসকিন-হৃদয়েরও ছাড়পত্র পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা ছিল। তবে, জাতীয় দলের ব্যস্ততা না থাকায় তাদের অনাপত্তিপত্র দিয়ে দেয় বিসিবি।