ইউরো জিতে কত টাকা পেল স্পেন?
এক যুগ পর ইউরোর শিরোপা পুনরুদ্ধার করেছে স্পেন। জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় তারা। স্পেনের ইউরো সংখ্যা এখন চারটি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যা সবচেয়ে বেশি। ইউরোপের রাজা হয়ে শিরোপার পাশাপাশি বড় অঙ্কের অর্থও উয়েফার কাছ থেকে পেয়েছে স্পেন।
গোল ডটকমে আজ সোমবার (১৫ জুলাই) প্রকাশিত প্রতিবেদন বলছে, চ্যাম্পিয়ন স্পেন পেয়েছেন বড় অঙ্কের আর্থিক পুরস্কার। ইউরো জিতে তারা পেয়েছে মোট ২৭.৭৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫৫ কোটি টাকার বেশি (আজকের বাজার হিসেবে ১ ইউরো সমান ১২৮.২৬ টাকা ধরে, যা ওঠানামা করতে পারে)।
উয়েফার নিয়ম অনুসারে গ্রুপপর্বে প্রতিটি জয়ের জন্য এক মিলিয়ন ইউরো করে দেওয়া হয়েছে দলগুলোকে। ড্রয়ের জন্য অর্ধ মিলিয়ন। গ্রুপপর্বে স্পেন জয় পেয়েছে দুটিতে, ড্র করেছে একটি। শেষ ১৬ তে জয়ের জন্য দলগুলোর জন্য বরাদ্দ ছিল ১.৫ মিলিয়ন ইউরো। কোয়ার্টার ফাইনালে ২.৫ মিলিয়ন এবং সেমিতে চার ও ফাইনালে বিজয়ী দলকে দেওয়া হয়েছে আট মিলিয়ন অর্থ। সঙ্গে শুরুতে দেওয়া প্রত্যেক দলের অংশগ্রহণ ফি হিসেবে রাখা ৯.২৫ মিলিয়ন ফেরত দেওয়া হয়েছে।
অর্থের অঙ্কটা যদিও দলগুলোর কাছে মুখ্য নয়। কারণ, শিরোপা ও শ্রেষ্ঠত্বের যে স্বাদ, তার সঙ্গে তুলনা হয় না কোনো কিছুরই।