প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে স্পেন-বেলজিয়াম, জার্মানদের স্বস্তির জয়

বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ এক রাত পর করেছে ইউরোপিয়ান জায়ান্টরা। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ইউরো চ্যাম্পিয়ন স্পেন আর বেলজিয়াম নিজেদের প্রতিপক্ষের বিপক্ষে আধা ডজন গোল করেছে। অন্যদিকে টানা তিন ম্যাচে হারের গ্লানি কাটিয়ে স্বস্তির জয় পেয়েছে জার্মানি।
বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ফর্মে আছে স্পেন। ইউরো চ্যাম্পিয়নদের ছন্দময় ফুটবলের সামনে পাত্তাই পাচ্ছে না প্রতিপক্ষরা। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর এবার তুরস্ককে তারা দ্বিগুণ ব্যবধানে হারিয়েছে।
মিকেল মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। মেরিনোর ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এটি। এছাড়া পেদ্রি করেছেন জোড়া গোল ও বাকি একটি গোল করেন ফেরান তোরেস।
এদিন ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ৬ মিনিটেই পেদ্রির গোলে এগিয়ে যায় স্পেন। এরপর মেরিনো ২২, ৪৫+১ ও ৫৭ মিনিটে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। পেদ্রি নিজের দ্বিতীয় গোল করেন ৬২ মিনিটে।
অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ে পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসালো বেলজিয়াম। আগের ম্যাচে লিখটেনস্টেইনকে ৬-০ গোলে হারানোর পর গতকাল কাজাখস্তানের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছে তারা। দলের হয়ে জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডকু। এছাড়া একটি করে গোল করেন নিকোলাস রাসকিন ও টমাস মুনিয়ের।
টানা দুই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে শীর্ষে রয়েছে উত্তর মেসিডোনিয়, ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১১।
আরেক ম্যাচে স্বস্তির জয় পেয়েছে জার্মানরা। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে হেরে শুরুটা বাজে হয়েছিল জার্মানির। এর আগে তারা নেশনস লিগে ফ্রান্স ও পর্তুগালের বিপক্ষে হেরেছে। সব মিলিয়ে টানা তিন ম্যাচে হেরে চাপে ছিল জুলিয়ান নাগলসম্যানের দল। তবে উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে এবার কিছুটা স্বস্তির দেখা পেয়েছে তারা।
কোলনে গতকাল একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে শুরু থেকেই দাপট দেখায় জার্মানি। ৭ মিনিটে সের্হে নাব্রির গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর ৩৪ মিনিটে ইসাক প্রাইস সমতায় ফেরান উত্তর আয়ারল্যান্ডকে। তবে দ্বিতীয়ার্ধে ৬৯ ও ৭২ মিনিটে নাদিয়েম আমিরি ও ফ্লোরিয়ান উইর্টজের গোলে জয় নিশ্চিত হয় জার্মানদের।