কিমিখের জোড়া গোলে জার্মানির বড় জয়

শেষ কয়েকটি ম্যাচে ছন্দ হারানো জার্মানি অবশেষে নিজেদের পুরোনো রূপে ফিরেছে। বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল তারা। ঘরের মাঠে গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাতে লুক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়েছে জার্মানি।
নিজেদের মাঠে লুক্সেমবার্গের বিপক্ষে একচেটিয়া দাপট দেখিয়েছে জুলিয়ান নাগালসম্যানের শিষ্যরা। দুর্দান্ত এক ফ্রি কিকে শুরুটা করেন ডেভিড রাউম, পরে জোড়া গোল করেন জসুয়া কিমিখ। একটি গোল করেন সার্জ গ্যানাব্রি।
এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল, গতি ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। তারা বল দখলে রেখেছে প্রায় ৮৫ শতাংশ সময় এবং গোলের উদ্দেশ্যে শট নিয়েছে ৩১টি, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। লুক্সেমবার্গ পুরো ম্যাচে কেবল একটি শট নিতে পেরেছে।। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য যেমন অনেক, মাঠের খেলাতেও তার প্রতিফলন ছিল স্পষ্ট।
ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় জার্মানি। ডেভিড রাউমের অসাধারণ বাঁকানো ফ্রি কিক গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। এরপর ২০তম মিনিটে লুক্সেমাবার্গের ডিফেন্ডার ডির্ক কার্লসন ডি-বক্সে ‘ইচ্ছাকৃত হ্যান্ডবলের জন্য সরাসরি লাল কার্ড দেখলে পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার জসুয়া কিমিখ।
প্রথমার্ধে আরও একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি জার্মানি। তবে বিরতির পর প্রথম পাঁচ মিনিটেইে আরো দুই গোল করে জার্মানরা । দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে সার্জ গ্যানাব্রি দুর্দান্ত একটি গোল করেন। এরপর ৫০তম মিনিটে কিমিখ টোকায় নিজের দ্বিতীয় গোল করেন এবং স্কোরলাইন দাঁড়ায় ৪-০।
বাকি সময়েও আক্রমণের ধার কমেনি, তবে গোল আর আসেনি। ফ্লোরিয়ান উইর্টজের ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ৪-০ গালের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জুলিয়ান নাগালসম্যানের শিষ্যরা।
এই জয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’গ্রুপের শীর্ষে উঠে এসেছে জার্মানি। সমান ৬ পয়েন্ট নিয়ে নর্দান আয়ারল্যান্ড ও স্লোভাকিয়াও আছে লড়াইয়ে। বাছাইপর্বে টানা তিন হারে তলানিতে লুক্সেমবার্গ।