২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন
আগামী বছর বসবে বিশ্ব ফুটবলের মহারণ ফুটবল বিশ্বকাপ। ভিন্ন আঙ্গিকে মাঠে গড়াবে বিশ্বকাপের এবারের আসর। প্রথমবার ৪৮টি দেশকে নিয়ে অনুষ্ঠিত হবে এ আসর।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে একেবারেই নতুন আঙ্গিকে—প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে বসছে ৪৮ দলের এই ফুটবল মহাযজ্ঞ। বিশ্বফুটবলের সেই লড়াই শুরু হতে অবশ্য এখনো অনেকটা সময় বাকি আছে। তবে বিশ্বজুড়ে উন্মাদনা শুরু হয়ে গেছে আরও আগে থেকেই।
বিশ্বকাপ নিয়ে সেই উচ্ছ্বাসে এবার নতুন মাত্রা যোগ করেছে জনপ্রিয় ক্রীড়া ব্র্যান্ড অ্যাডিডাস। ২২টি দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে তারা। এই জার্সিগুলোতে প্রতিটি দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিকতার চমৎকার মেলবন্ধন ফুটে উঠেছে।
অ্যাডিডাস জানিয়েছে, যেসব ফুটবল ফেডারেশনের সঙ্গে তাদের চুক্তি রয়েছে, আপাতত তাদেরই জার্সি উন্মোচন করা হয়েছে। যেখানে রয়েছে- আর্জেন্টিনা, জার্মানি, জাপানসহ ২২টি দেশ। বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পর আরও কয়েকটি দেশের জার্সি যোগ হতে পারে এই তালিকায়।
আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা, জার্মানির পুনর্নির্মিত জ্যামিতিক ডিজাইন, জাপানের সূর্যোদয়ের রঙে অনুপ্রাণিত প্যাটার্ন—সব মিলিয়ে প্রতিটি জার্সিই নিজ নিজ দেশের ঐতিহ্যকে ধারণ করছে। অতীতের সেই গৌরব আর আধুনিকতার মেলবন্ধন যেন ফুটে উঠেছে প্রতিটি জার্সিতে।
শুধু সৌন্দর্য নয়, সর্বোচ্চ মান নিশ্চিত করেই জার্সিগুলো তৈরি করা হয়েছে বলে দাবি করেছে অ্যাডিডাস। বিশ্বকাপের আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আবহাওয়া মাথায় রেখে তৈরি করা হয়েছে জার্সিগুলো। যেখানে ব্যবহার করা হয়েছে ক্লাইমাকুল উপাদান। আর নকশাগুলো এমনভাবে করা হয়েছে, যেন খেলোয়াড়দের শরীরে বায়ু চলাচলে সুবিধা হয়। যা মাঠে খেলোয়াড়দের শীতল ও মনোযোগী থাকতে সাহায্য করবে।
জার্সিগুলোর সূক্ষ্ম বিবরণও নজরকাড়া—কোথাও রয়েছে লুকানো বার্তা, কোথাও বা বিশেষ এমব্লেম, যা জার্সিকে কেবল পোশাক নয়, বরং এক গল্পের অংশে পরিণত করেছে।
অ্যাডিডাসের ফুটবল বিভাগের জেনারেল ম্যানেজার স্যাম হ্যান্ডি বলেছেন, ‘জাতীয় দলের জার্সি কেবল কাপড় নয়, এটি একতা, গর্ব ও ইতিহাসের প্রতীক। আমরা চেয়েছি প্রতিটি ডিজাইন যেন নিজ দেশের ঐতিহ্যকে তুলে ধরে এবং একইসঙ্গে নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে সংযোগ তৈরি করে।’
আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপের ২৩তম আসর। এখন পর্যন্ত ২৮টি দল জায়গা করে নিয়েছে টুর্নামেন্টে। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে অ্যাডিডাসের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এই ২২ দেশের নতুন জার্সি। ফুটবলপ্রেমীদের জন্য তাই এখনই শুরু হয়ে গেছে বিশ্বকাপের রঙিন উন্মাদনা—মাঠে লড়াই শুরুর আগেই রঙে, ডিজাইনে আর আবেগে ভরে উঠছে ফুটবল বিশ্ব।

স্পোর্টস ডেস্ক