চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ডি ব্রুইনা
সিরি আ-তে ইন্টার মিলানের বিপক্ষে জয় পেয়েও নাপোলির জন্য তা সুখকর হয়নি। দলের তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে গুরুতর চোটে পড়েছেন। ক্লাবের তথ্য অনুযায়ী, এই চোটের কারণে তিনি কয়েক মাস মাঠের বাইরে থাকবেন, ফিরতে পারেন আগামী বছর।
গত শনিবার সিরি আ-তে ইন্টার মিলানের বিপক্ষে ৩–১ গোলের জয় পেয়েছে নাপোলি। এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পরপরই ডান ঊরুর পেছনে হাত দেন এবং খেলা বন্ধ করে দেন ডি ব্রুইনা। পরে দুজন মেডিকেল স্টাফের সহায়তায় মাঠ ছাড়েন তিনি। বেঞ্চে বসে থাকতে দেখা যায় তার উরুতে ভারি ব্যান্ডেজ ও পাশে ক্রাচ।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) নাপোলি এক বিবৃতিতে জানায়, ‘ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর কেভিন ডি ব্রুইনাকে পিনেটা গ্রান্দে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় ধরা পড়েছে তার ডান ঊরুর ফেমোরাল বাইসেপস মাংসপেশিতে বড় ধরনের ছেড়া রয়েছে। ইতোমধ্যেই তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।’
ক্লাব থেকে ডি ব্রুইনার ফেরার সময় এখনো জানানো হয়নি। তার বেলজিয়ান সতীর্থ রোমেলু লুকাকুও তার মতো একই ধরনের চোটে ভুগছেন। লুকাকু জানুয়ারিতে ফেরার পথে আছেন।
এই ম্যাচে পেনাল্টি থেকে করা গোলে ডি ব্রুইনার সিরি আ–তে গোলসংখ্যা দাঁড়াল ৮ ম্যাচে ৪টি। সেই জয়ে নাপোলি লিগ টেবিলের শীর্ষে উঠলেও, তার চোট দলের জন্য এখন বড় ধাক্কা।
ড্রি ব্রুইনার এই চোট বেলজিয়াম জাতীয় দলের জন্যও উদ্বেগের। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে সাম্প্রতিক পাঁচ ম্যাচে ছয় গোল করা ফর্মে থাকা ডি ব্রুইনার অনুপস্থিতি বড় শঙ্কায় ফেলবে তাদের।

স্পোর্টস ডেস্ক