মেসির সঙ্গী হচ্ছেন ডি ব্রুইন?

জার্মান ক্লাব উলফ্সবার্গ থেকে ২০১৫ সালে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। তখন থেকে সিটির মাঝমাঠে ভরসার আরেক নাম— কেভিন ডি ব্রুইন। বেলজিয়ান এই মিডফিল্ডারকে সর্বজয়ী সিটির অন্যতম প্রাণ বলা চলে। এক এক দশকে সিটিজেনদের ঘরের ছেলে হয়ে ওঠা ডি ব্রুইন চলতি মৌসুম শেষে ছাড়ছেন ম্যানচেস্টার।
ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ৩৩ বছর বয়সী ডি ব্রুইন। স্বভাবতই কৌতূহল বাড়ছে, এই তারকার পরবর্তী গন্তব্য কোথায় হতে যাচ্ছে? বাতাসে সবচেয়ে বেশি যে নামটি ভাসছে, তা ইন্টার মায়ামি। অর্থাৎ, লিওনেল মেসির সঙ্গী হওয়ার জোর গুঞ্জন উঠেছে।
ইএসপিএন ও দ্য অ্যাথলেটিকের বরাতে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডি ব্রুইনের মায়ামিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। এর আগে মেজর লিগ সকারের (এমএলএস) আরেক ক্লাব সান ডিয়োগো আগ্রহ প্রকাশ করেছিল ডি ব্রুইনের জন্য। তবে, তাকে কেনার মতো আর্থিক সামর্থ্য বর্তমানে ক্লাবটির নেই। অন্যদিকে, মায়ামির সেই সমস্যা না থাকায় তারা এগিয়ে।

এমনটি হলে আগামী মৌসুমে মায়ামির তারার হাটে যুক্ত হবে আরেকটি নক্ষত্র। মেসির সঙ্গে ইতোমধ্যে লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস ও জর্দি আলবারা যোগ দিয়ে মায়ামিকে নিয়ে গেছেন অনন্য পর্যায়ে। ডি ব্রুইন যোগ দিলে মানিয়ে নিতেও খুব কঠিন কিছু হবে না। বাকি তিনজনের মতো তিনিও যে পেপ গার্দিওলার অধীনে গড়ে উঠেছেন নিখাঁদ সোনা হিসেবে।