কোপা জিতে যে কথা বললেন মেসি
চার বছর আগেও লিওনেল মেসির অর্জনের খাতা ছিল শূন্য। ক্লাবের সর্বজয়ী মেসি জাতীয় দলের জার্সিতে পাননি কিছুই। চার বছর পর পাল্টে গেল দৃশ্যপট। মেসির ট্রফি কেবিনেটে এখন চারটি আন্তর্জাতিক শিরোপা। যার শেষটি জিতলেন আজ সোমবার (১৫ জুলাই)।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। কোপায় আর্জেন্টিনার এটি ১৬তম শিরোপা। ছাড়িয়ে গেছে সবাইকে। দল হিসেবে লাতিন অঞ্চলে আরও এক জায়গায় সবার ওপরে উঠেছে আর্জেন্টিনা। কোপা-বিশ্বকাপ-কোপা, ঐতিহাসিক ট্রেবল জেতা একমাত্র লাতিন দল তারাই।
এ যাত্রায় দলকে সামনে থেকে তেমন নেতৃত্ব দিতে না পারলেও মেসি একেবারে মন্দ করেননি। টুর্নামেন্টে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। ফাইনালে অবশ্য চোট পেয়ে মাঠ ছাড়েন ৭০ মিনিটের আগেই। ম্যাচ শেষে কথা বলেননি গণমাধ্যমেও। তবে, নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ঠিকই ব্যক্ত করেছেন অনুভূতি।
দুই শব্দে বলা তার কথার ভার অনেক বেশি। কোপার দুটি ট্রফিকে কোলে নিয়ে, গায়ে ১৬ লেখা জার্সি পরে মেসি লেখেন— ‘আরও একটি।’ এতে তিনি তার জয় করা আরেকটি কোপা শিরোপার কথাই মনে করিয়ে দিলেন। এটি যে একইসঙ্গে আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা জয়।
সবসময়ই স্বল্পভাষী মেসি লেখার ক্ষেত্রেও যেন শব্দ খরচ করতে চাননি। শব্দ ছাড়াই যখন সাফল্যই কথা বলে তার হয়ে, তখন আর শব্দ খরচ করা-না করায় কিছু যায় আসে না।