মুগ্ধ-সাঈদদের স্মরণে মুশফিকদের দোয়া
কোটা সংস্কার আন্দোলনে নেমে পুলিশের সামনে বুক পেতে আবু সাঈদের দাঁড়িয়ে থাকা কিংবা মাহফুজুর রহমান মুগ্ধর পানি বিতরণের ছবি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংঘাতের বলি হয়ে তারা প্রাণ হারালেও আন্দোলনের প্রধান নায়ক তারাই। এবার সেই নিহতদের স্মরণে দোয়া করলেন ক্রিকেটাররা।
আজ বুধবার (৭ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেনা পাহাড়ায় অনুশীলন করেন ক্রিকেটাররা। মূল মাঠে শুরুতে ওয়ার্ম আপ করেন ক্রিকেটাররা। পরবর্তীতে ইনডোরে আলাদা আলাদাভাবে অনুশীলন করেন তারা। এরপর ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা গত কয়েকদিনের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। যেখানে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান, জাকির হাসানসহ টেস্ট দলের অনেকেই।
এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে ঢাকাসহ পুরো দেশে অস্থির অবস্থার কথা মাথায় রেখে বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন সরিয়ে নেয়ার ভাবনা শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ঢাকা ও সিলেটের দুই ভেন্যুতে ১০ দলের এই বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে।