ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি বিসিবির শ্রদ্ধা
টানা ৩৬ দিনের আন্দোলন আলোর মুখ দেখেছে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে। বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। তার আগে সারাদেশে স্বৈরতন্ত্র বাঁচিয়ে রাখতে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগ। যাতে শহীদ হন অসংখ্য শিক্ষার্থী।
নতুন করে স্বাধীনতা অর্জন করেছে দেশ। স্বাধীনতা পেতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের শহীদের মর্যাদা দিয়েছে সবাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দিয়েছেন শহীদদের বীরের মর্যাদা দিয়ে। এবার তাদের শ্রদ্ধাঞ্জলি জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার (৭ আগস্ট) শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বেশ কয়েকটি ব্যানার টানিয়েছে বিসিবি। তাতে শহীদদের ছবি দিয়ে লেখা—‘জাতীয় এই আন্দোলনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। শ্রদ্ধাঞ্জলি।’
এর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেনা পাহারায় অনুশীলন করেন ক্রিকেটাররা। মূল মাঠে শুরুতে ওয়ার্ম আপ করেন ক্রিকেটাররা। পরবর্তীতে ইনডোরে আলাদা আলাদাভাবে অনুশীলন করেন তারা। এরপর ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা গত কয়েকদিনের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। যেখানে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান, জাকির হাসানসহ টেস্ট দলের অনেকেই।