শেখ হাসিনা যুব ইনস্টিটিউটের নাম বদলের সিদ্ধান্ত নতুন উপদেষ্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর সচিবালয়ে প্রথম কর্মদিবসেই শেখ হাসিনা যুব ইনস্টিটিউটের নাম বদল করেছেন এই তরুণ উপদেষ্টা।
আজ রোববার (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিককের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ‘প্রথম দিনে আমরা তিনটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যার প্রথমটি হলো—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে। অনেক শিক্ষার্থী ও জনতা মারা গিয়েছে। আমরা মনে করি, তিনি এর পেছনে জড়িত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয় প্রতিটি মন্ত্রণালেয়ে এটা করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা এটি—বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করছি। দ্রুতই এটা সম্পন্ন করা হবে।’
উল্লেখ্য, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। সার্টিফিকেট অনুযায়ী ২৬ বয়সে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ট উপদেষ্টার তালিকাতেও আছেন আসিফ ও আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম।