সত্যি হওয়ার পথে এমবাপ্পের স্বপ্ন!
কিলিয়ান এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের ফুটবলার, এটি তো সবার জানা। মাদ্রিদে এমবাপ্পে আসার পেছনের গল্পটাও কম নাটুকে নয়। ব্যাপারটা আসলে এমনই। আরাধ্য কিছু এত সহজে ধরা দেয় না। জুলাইয়ে মাদ্রিদের খেলোয়াড় হিসেবে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
মাঠের বাইরে সবই হলো। সাইনিং, প্রেজেন্টেশন সম্পন্ন। এখন সাদা জার্সিতে এমবাপ্পেকে মাঠে দেখার অপেক্ষা। সেটিও ফুরানোর পথে। উয়েফা সুপার কাপের ম্যাচে আজ বুধবারন (১৪ আগস্ট) দিনগত রাত ১টায় মাঠে নামবে মাদ্রিদ। পোল্যান্ডে রাজধানী ওয়ার্শের ন্যাশনাল স্টেডিয়ামে মাদ্রিদের প্রতিপক্ষ ইউরোপা লিগের চ্যাম্পিয়ন আটালান্টা।
ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে পোল্যান্ডে পৌঁছেছে মাদ্রিদ। দেশটির রাজধানী ওয়ার্শের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লা রোজারা। তাতে রাখা হয়েছে এমবাপ্পেকে। ধারণা করা যাচ্ছে, আজই হয়তো মাদ্রিদের জার্সিতে অভিষিক্ত হতে পারেন এমবাপ্পে। যে স্বপ্ন তিনি দেখে আসছেন বহু বছর ধরে।
সংবাদ সম্মেলনে মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও দিয়ে রাখলেন সেই ইঙ্গিত। তিনি জানিয়েছেন, খেলতে পারেন ২৪ জনের স্কোয়াডে থাকা যে কেউ। যে কেউর মধ্যে ফরাসি তারকা এমবাপ্পে থাকাটা অমূলক নয়। এমবাপ্পের মতো একজনকে মাঠে নামানো জন্য ক্লাব ফুটবলে ‘সেরাদের সেরা’ হওয়ার ম্যাচের চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারে!