সাকিবের বিরুদ্ধে মামলা, মুখ খুললেন মুশফিক
শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২২ আগস্ট রাতে সাকিবের নামে একটি হত্যা মামলা হয়। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে হত্যার নির্দেশদাতা হিসেবে হওয়া মামলায় বিস্মিত তার সতীর্থরাও। সেই সতীর্থদেরই একজন মুশফিকুর রহিম। দীর্ঘদিনের সতীর্থ সাকিবের বিরুদ্ধে এমন মামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন মুশফিকুর রহিম।
আজ সোমবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে মুশফিকুর রহিম লেখেন, ‘সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজধানীর আদাবরের রিং রোডে বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ রুবেল নামে এক পোশাককর্মী। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মাগুরা–১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫৬ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় সাকিব আছেন ২৮ নম্বরে।