পাঁচ নতুন মুখ নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের
ভারত-পাকিস্তানের মতো ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজও ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এই দুই দলের মধ্যকার আরও একটি সিরিজ দেখার সুযোগ পাচ্ছেন সমর্থকরা। আগামী মাসে অনুষ্ঠিতব্য সেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে একঝাঁক নতুন মুখ রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
গতকাল সোমবার (২৬ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ও ওয়ানডে দল ঘোষণা করে ইসিবি। ওয়ানডে, টি-টোয়েন্টি একটিতেও জায়গা হয়নি জনি বেয়ারস্টো, মঈন আলী এবং ক্রিস জর্ডানের মতো তারকাদের। তিন জনই সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে ছিলেন। এই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন জর্ডান কক্স, জ্যাক বেথেল, ড্যান মোসলে, ফাস্ট বোলার জশ হাল ও জন টার্নার।
এছাড়াও ওয়ানডে দলে জায়গা হয়নি জো রুটের। আর টি-টোয়েন্টি দলে নেই হ্যারি ব্রুক, ম্যাথু পটস, গাস অ্যাটকিনসন এবং জেমি স্মিথের মতো ক্রিকেটাররা। ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দেবে। সিরিজ শুরু ১১ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৯ সেপ্টেম্বর। দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবেন জশ বাটলার।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জশ বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাক বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মোসলে, আদিল রশিদ, ফিল সল্ট, রিচ টপলি ও জন টার্নার।
ওয়ানডে স্কোয়াড: জশ বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জ্যামি স্মিথ, রিচ টপলি ও জন টার্নার।