ভারত সিরিজে দেখা যেতে পারে তামিমকে
লম্বা সময় ধরে জাতীয় দলের জার্সিতে দেখা যায় না ক্রিকেটার তামিম ইকবালকে। কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন দেশসেরা এই ওপেনার, সেই বিষয়টিও অনিশ্চিত। ভক্তদের জন্য সুখবর, ভারত সিরিজে দেখা যেতে পারে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে।
জানা গেছে, ক্রিকেটার নয় ধারাভাষ্যকার হিসেবে ভারত-বাংলাদেশ সিরিজে দেখা যেতে পারে তামিমকে। এখনও বিষয়টি চূড়ান্ত না হলেও সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের সঙ্গে আলোচনা চলছে। অবশ্য এই প্রথম নয় এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেছে তামিমকে।
নানা সময়ে ধারাভাষ্য নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তামিম। অবসর পরবর্তী সময়ে ফুল-টাইম ধারাভাষ্যকার হিসেবেও দেখা যেতে পারে এই ক্রিকেটারকে। ধারণা করা হচ্ছে অতিথি ধারাভাষ্যকার হিসেবেই আসন্ন সিরিজে দেখা যেতে পারে তামিমকে। তার পাশাপাশি জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খানকেও দেখা যাওয়ার কথা রয়েছে এই সিরিজে।
জাতীয় দলের জার্সিতে গতবছরের সেপ্টেম্বরে সর্বশেষ খেলেছিলেন তামিম। এরপর আর তাকে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যায়নি। নিজেকে সরিয়ে নেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। এমতবস্থায় তাকে মাঠে ফেরাতে উদ্যোগ নিয়েছে বিসিবি। যদিও চলতি বছর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না বলে জানিয়েছেন তামিম। তামিমের সঙ্গে ধারণা করা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই ফের মাঠে ফিরতে পারেন এই বাঁহাতি ব্যাটার। তামিমের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।