আরেকটি অর্জনের সামনে মাদ্রিদ কোচ আনচেলত্তি
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কার্লো আনচেলত্তি। ৬৫ বছর বয়সী এই কোচ মাদ্রিদকে জিতিয়েছেন ১৪টি শিরোপা। যা ক্লাবটির ইতিহাসে কোচ হিসেবে যৌথ সর্বোচ্চ। এবার আরও একটি অর্জনের সামনে দাঁড়িয়ে আনচেলত্তি। মাদ্রিদের কোচ হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর ডাগআউটে দাঁড়ালেই নাম লেখাবেন নতুন কৃতিত্বে।
দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে মোট ২৯৯ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। যা ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। লা লিগায় পরশু আলাভেসের মুখোমুখি হবে মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি লস ব্লাংকোদের কোচ হিসেবে আনচেলত্তির ৩০০ তম ম্যাচ। দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই অর্জনের অংশীদার হচ্ছেন তিনি। নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে মাদ্রিদ কর্তৃপক্ষ।
স্প্যানিশ ক্লাবটিকে সর্বোচ্চ ৬০৫ ম্যাচে কোচিং করিয়েছেন কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজ। মাদ্রিদে সবচেয়ে বেশি ১৪টি শিরোপাও এসেছে মুনোজের হাত ধরে। মুনোজের অর্ধেক ম্যাচে দায়িত্ব নিয়েই অবশ্য শিরোপায় তাকে ছুঁয়েছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।
কোচ হিসেবে লা লিগায় ১৯৬ ম্যাচ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৬৪, কোপা দেল রে-তে ২৪, স্প্যানিশ সুপার কাপে আট, ক্লাব বিশ্বকাপে চার এবং ইউরোপিয়ান সুপার কাপে তিনটি ম্যাচে মাদ্রিদের দায়িত্ব পালন করেন আনচেলত্তি। এ সময় ক্লাবটিকে তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান সুপার কাপ এবং দুটি করে লা লিগা, ক্লাব বিশ্বকাপ, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতিয়েছেন তিনি।
৩০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করার আগে আনচেলত্তি বলেন, ‘আমি যথেষ্ট ভাগ্যবান যে বড় দলকে কোচিং করাচ্ছি। বিশ্বের সেরা ক্লাবের (রিয়াল মাদ্রিদ) কোচ হিসেবে ৩০০ ম্যাচ পার করা, কোনো সন্দেহ নেই এটি বিশেষ কিছু। আমি এতগুলো ম্যাচে দায়িত্ব পালন করেছি, এটা অলৌকিক নয়। তবে, অনেকটা তেমনই (অলৌকিক)।’