থিতু হয়ে ফিরলেন শান্ত
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র আস্থা হয়ে টিকে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু অন্য সবার মতো হতাশ করলেন তিনিও। থিতু হয়েও পারলেন না ইনিংস বড় করতে। যার ফলে মাত্র ৭৫ রানে ৬ উইকেট হারাল সফরকারীরা। ২৫ বলে ২৭ রানে আসে শান্তর ব্যাট থেকে।
মাহমুদউল্লাহ-হৃদয়ের বিদায়, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
টস জিতে কেন আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব, তা বেশ ভালোই টের পাচ্ছে বাংলাদেশ। ভারতের তরুণ বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারছে না মাহমুদউল্লাহ-হৃদয়ের মতো অভিজ্ঞ ব্যাটাররা। সবমিলিয়ে দলীয় ৪৪ রানের মধ্যে চার উইকেট হারাল লাল-সবুজের দল। মাহমুদউল্লাহ ১ ও হৃদয় ১২ রান করে ফেরেন সাজঘরে।
শুরুতেই দুই ওপেনারের বিদায়, চাপে বাংলাদেশ
জার্সি বদলালেও বাংলাদেশের ওপেনারদের ফর্মে কোনো পরিবর্তন হয়নি। টেস্টের মতো টি-টোয়েন্টিতেও হতাশ করেছেন ওপেনাররা। প্রথম টি-টোয়েন্টিতে লিটন দাসের পর সাজঘরে ফিরলেন পারভেজ হোসেন ইমন। দলীয় ১৪ রানের মাথায় দুই ওপেনারের বিদায়ে বেশ চাপে বাংলাদেশ। লিটন ৪ ও ইমন ফিরেছেন মাত্র ৮ রান করে। দুই উইকেটই নিয়েছেন পেসার আর্শদীপ।
ফের হতাশ করলেন লিটন
টেস্ট সিরিজের হতাশা ভুলে ভারতের বিপক্ষে রঙিন পোশাকে জ্বলে ওঠার সুযোগ ছিল ব্যাটার লিটন দাসের। তবে, সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ এই ওপেনার। প্রথম বলে চার মেরে ভালো শুরুর ইঙ্গিত দিলেও অহেতুক শট খেলে ফিরলেন সাজঘরে। ২ বলে চার রানের বেশি আসেনি তার ব্যাট থেকে।
চমক দিল ভারত, বাংলাদেশ একাদশে যারা
টসের আগেই জানা যায় যে ভারতের হয়ে অভিষেক হতে যাচ্ছে দুই তরুণের। একজন পেসার মায়াঙ্ক যাদব ও নিতীশ কুমার রেড্ডি। যা বাংলাদেশের জন্য বড় চমক বটে। এদিকে, সাবেক অধিনায়ক সাকিবকে ছাড়া এই ম্যাচে খেলতে হচ্ছে বাংলাদেশকে। সাকিববিহীন টি-টোয়েন্টি যুগের শুরুটা কেমন হবে, তা দেখতে সমর্থকরা। সাকিবের শূন্যতা পূরণ বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তিন পেসার ও এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এছাড়াও পার্ট টাইম বোলার হিসেবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টিতে কয়েনভাগ্য পাশে পেলেন না নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। শান্ত বলেছেন, টস জিতলে তিনিও আগে ফিল্ডিং নিতেন। তবে আগে ব্যাটিং পাওয়ায় আপাতত ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে তিনি।