‘চালাইদেন’–ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টার রসিকতা
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ছড়াচ্ছে একের পর এক গুজব। গত ৫ আগস্ট রাত থেকেই শুরু হওয়া গুজব নানা সময়ে নানা বিষয়ে চাউর হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) গভীর রাতে ছড়িয়ে পড়ে, দেশ ছেড়ে পালালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনের বিভিন্ন পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। অল্প সময়ের মধ্যেই অবশ্য জানা যায়, বিষয়টি সম্পূর্ণ গুজব। সেটি নিয়ে রাতভর ফেসবুক পোস্টে অনেকেই রসিকতা করেন। সেই রসিকতায় এবার শামিল হলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আজ একটি স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন— ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স, চালাইদেন।’
ক্রীড়া উপদেষ্টার স্ট্যাটাসে মোস্তাফিজুর রহমান নামে একজন মন্তব্য করেন, চালাইদেন একটি বিশ্বস্ত গুজব মাধ্যম। আরেকজন অবশ্য উপদেষ্টাকে পরামর্শ দিয়ে তার মন্তব্যে জানান, উপদেষ্টা হিসেবে আপনি দায়িত্বশীল। এসব ফানি পোস্ট জনগণ করুক। আপনাদের সমস্যা সমাধানে মনোযোগ দেয়াই উত্তম। এসব গুজব এখন অচল!