ফিফা দ্য বেস্ট : কার হাতে উঠল কোন পুরস্কার?
এক ক্যালেন্ডার বছরে সেরাদের স্বীকৃতি দিয়ে আসছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবলে ব্যক্তিগত সাফল্যের অন্যতম বড় পুরস্কারও এটি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কাতারের দোহায় ফিফার গালা নাইটে ১২ ক্যাটাগরিতে বর্ষসেরার পুরস্কার তুলে দেওয়া হয়। সবার আকর্ষণের কেন্দ্রে ছিল বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। এবার সবচেয়ে এগিয়ে ছিলেন পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো দেম্বেলে। তিনিই হয়েছেন সেরাদের সেরা।
অন্যদিকে, নারী ফুটবলার ক্যাটাগরিতে টানা তৃতীয়বারের মতো ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড নিজের করে নিয়েছেন আইতানা বনমাতি। এর আগে এমন কীর্তি গড়তে পারেননি আর কোনো নারী ফুটবলার। এনটিভির পাঠকদের জন্য এক নজরে কে জিতলেন কোন পুরস্কার-
বর্ষসেরা পুরুষ ফুটবলার : উসমান দেম্বেলে
বর্ষসেরা নারী গোলকিপার : হান্না হ্যাম্পটন
বর্ষসেরা পুরুষ গোলকিপার : জিয়ানলুইজি দোনারুমা
বর্ষসেরা নারী কোচ : সারিনা ভিয়েগমান
বর্ষসেরা পুরুষ কোচ : লুইস এনরিকে
মার্তা অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, নারী) : লিজবেথ ওভালে
পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, পুরুষ) : সান্তিয়াগো মন্তিয়েল
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড : জাখো এসসির ভক্তরা
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : ড. হারলাস নিউকিং, এসএসভি জান রেগেনসবার্গ

স্পোর্টস ডেস্ক