ড্রাফটের আগে বিপিএলে দল পেলেন যেসব ক্রিকেটার
আর ঘণ্টা দুয়েকের অপেক্ষা। এরপরই শুরু হচ্ছে ২০২৫ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। অনুষ্ঠিতব্য সেই ড্রাফটের জন্য ৬টি শ্রেণিতে ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়ের নাম চূড়ান্ত করেছে বিসিবি। আর পাঁচটি ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন ৪৪০ জন বিদেশি খেলোয়াড়। চূড়ান্ত হয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজিও। কুমিল্লা ভিক্টোরিয়ানসের জায়গায় এবার নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী।
স্থানীয় খেলোয়াড়দের ড্রাফটে গতবার সাতটি শ্রেণি থাকলেও এবার থাকবে ছয়টি শ্রেণি। ৫ লাখ টাকা পারিশ্রমিকের ‘জি’ শ্রেণিকে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে ১০ লাখ টাকার ‘এফ’ শ্রেণিতে। গত বিপিএলে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল ৮০ লাখ টাকা। এবার সেটি কমে হয়েছে ৬০ লাখ টাকা। ‘বি’ শ্রেণিতে ৫০ লাখ থেকে হয়েছে ৪০ লাখ টাকা ও ‘সি’ শ্রেণিতে ৩০ লাখ থেকে হয়েছে ২৫ লাখ টাকা। ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ শ্রেণির পারিশ্রমিক আগের মতোই ২০, ১৫ ও ১০ লাখ টাকা রাখা হয়েছে।
ভিনদেশি ক্রিকেটারদের মধ্যে যারা ‘এ’ ক্যাটাগরিতে আছেন, তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭০ হাজার ডলার। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ৫০ হাজার ডলার। ‘সি’ ক্যাটাগরিতে থাকাদের ৩০ হাজার ডলার, ‘ডি’ ক্যাটাগরিতে ২৫ হাজার ডলার ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৫ হাজার ডলার।
এর আগে দেখে নেওয়া যাক এখন পর্যন্ত দল পেলেন যেসব ক্রিকেটার...
সরাসরি চুক্তি-দেশি ক্রিকেটার
১.মুস্তাফিজুর রহমান (ঢাকা ক্যাপিটালস)-৬০ লাখ টাকা
২.তানজিদ হাসান তামিম(ঢাকা ক্যাপিটালস)-৪০ লাখ টাকা
৩.সাকিব আল হাসান (চট্টগ্রাম কিংস)-৬০ লাখ টাকা
৪.শরিফুল ইসলাম (চট্টগ্রাম কিংস)-৬০ লাখ টাকা
৫.তাওহিদ হৃদয় (ফরচুন বরিশাল)-৬০ লাখ টাকা
৬.মেহেদী হাসান মিরাজ (খুলনা টাইগার্স)-৬০ লাখ টাকা
৭.মোহাম্মদ সাইফউদ্দিন (রংপুর রাইডার্স)-২৫ লাখ টাকা
৮.এনামুল হক বিজয় (দুর্বার রাজশাহী)-৪০ লাখ টাকা
৯.জিসান আলম (দুর্বার রাজশাহী)-২০ লাখ টাকা
রিটেনশন লিস্ট-দেশি ক্রিকেটার
১.তামিম ইকবাল খান (ফরচুন বরিশাল)-৬০ লাখ টাকা
২.মুশফিকুর রহিম (ফরচুন বরিশাল)-৬০ লাখ টাকা
৩.জাকের আলী অনিক(সিলেট স্ট্রাইকার্স)-৪০ লাখ টাকা
৪.তানজিম হাসান সাকিব (সিলেট স্ট্রাইকার্স)-৪০ লাখ টাকা
৫.জাকির হাসান (সিলেট স্ট্রাইকার্স)-২৫ লাখ টাকা
৬.নাসুম আহমেদ (খুলনা টাইগার্স)-২৫ লাখ টাকা
৭.আফিফ হোসেন (খুলনা টাইগার্স)-৪০ লাখ টাকা
৮.নুরুল হাসান সোহান (রংপুর রাইডার্স)-৪০ লাখ টাকা
৯.শেখ মেহেদী (রংপুর রাইডার্স)-৪০ লাখ টাকা
সরাসরি চুক্তি-বিদেশী ক্রিকেটার (চট্টগ্রাম কিংস)
১.মঈন আলী (ইংল্যান্ড)
২.উসমান খান (পাকিস্তান)
৩.হায়দার আলী (পাকিস্তান)
৪.অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা)
৫.মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান)
৬.বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা)