নির্বাচনে সততা দেখানোর আহ্বান সাবেক বাফুফে সভাপতির
বাংলাদেশের ফুটবল ফেডারেশনে কাজী সালাউদ্দিনের অধ্যায় এখন অতীত। আর কয়েক ঘণ্টা বাদে যাত্রা শুরু হবে নতুন নেতৃত্বের। নতুন কমেটিতে পরিচালনা হবে দেশের ফুটবল। নতুন সভাপতি ও কমেটি গঠনের জন্য চলছে বাফুফে নির্বাচন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। যা চলবে ৬টা পর্যন্ত।
ভোটাভুটির আগে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। সেখানে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য দেন কাজী সালাউদ্দিন।
বক্তব্যতে নির্বাচনে সততা রেখে কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন। তার বক্তব্য গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়া ইমরুল হাসান।
ইমরুল হাসান বলেছেন, ‘সালাউদ্দিন ভাই তার বিদায়ী ভাষণে যেটা বলেছেন, ডেলিগেটরা যেন নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সততা দেখায়। যাদের ফুটবল সম্পর্কে যাদের ধারণা আছে, ফুটবল যারা পছন্দ করে- এরকম সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমী যারা আছেন, তাদের নির্বাচন করার জন্য আহ্বান করেছেন।’
এদিকে বাফুফের ভোটগ্রহণ তিন ঘণ্টা ধরে চলছে। আরও এক ঘণ্টা চলবে এই ভোটগ্রহণ প্রক্রিয়া।
বাফুফের এবারের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সদস্য—এই চার পদে মোট ২১ জন নির্বাচিত হবেন। তবে এর মধ্যে একজনের নিশ্চিত হয়ে গেছে। সেটি হলো সিনিয়র সহ-সভাপতি পদ। গত ২০ অক্টোবর এই পদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তরফদার রুহুল আমিন। তৃতীয় কোনো প্রার্থী না থাকায় সরাসরি সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন অপর প্রার্থী ইমরুল হাসান। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়ে গেছেন, সেহেতু আজ নির্বাচনে বাফুফের ১৩৩ জন কাউন্সিলর ভোট দিচ্ছেন সভাপতি, সহ-সভাপতি ও সদস্য—পদের জন্য লড়াই করা প্রার্থীদের।