বাফুফে নির্বাচন
সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চান ইমরুল হাসান
দিনভর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে চোখ ছিল সভাপতি প্রার্থীর ওপর। দেশের ফুটবলের নতুন অভিভাবক হিসেবে আজ শনিবার (২৬ অক্টোবর) নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। ভোটে স্পষ্ট ব্যবধানে এগিয়ে জিতেছেন তিনি।
সভাপতির পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে সিনিয়র সহ-সভাপতি পদ। সেই পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে (বাফুফে নির্বাচনের ভেন্যু) তাকে দেখা গিয়েছে ফুরফুরে মেজাজে। এ সময় তিনি কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
এনটিভি অনলাইনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইমরুল হাসান প্রকাশ করেন ফুটবল নিয়ে নিজের অভিপ্রায়ের কথা। তিনি জানান, দেশের ফুটবলের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চান তিনি।
বাফুফের নতুন সিনিয়র সহ-সভাপতি এই প্রতিবেদককে বলেন, 'আমাদের দেশে ফুটবল ভীষণ জনপ্রিয়। প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি, ফুটবলে সেভাবে উন্নতি হয়নি। তবুও, দর্শকরা খেলাটিকে ভালোবাসেন। এখন দায়িত্ব পেয়েছি, নতুন যারা দায়িত্বে আসবেন, সবাই মিলে একসঙ্গে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চাই।'
ইমরুল হাসান আরও যোগ করেন, 'আমাদের একটা দায়িত্ব আছে। আগে যা হয়েছে, সেসব পার করে নতুনভাবে চিন্তা করতে হবে। এজন্য সবার সহযোগিতা দরকার। আপনাদের সাংবাদিকদেরও প্রয়োজন। ফুটবল নিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি তা বদলাতে হবে। যেসব জায়গায় সমস্যা সেগুলো নিয়ে কাজ করতে হবে।'