গিলেস্পির কাছেই থাকছে পাকিস্তান কোচের দায়িত্ব
পাকিস্তান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জেসন গিলেস্পিকে—হঠাৎ এমন গুঞ্জন উঠেছিল। ইএসপিএনক্রিকইনফোর দেওয়া এক প্রতিবেদনে জানানো হয়, নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন দেশটির সাবেক তারকা আকিব জাভেদ। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্রিকইনফোর করা টুইটের পাল্টা জবাব দিয়ে পিসিবি জানায়, তারা এমন গল্প প্রত্যাখ্যান করেছে। জেসন গিলেস্পিই পাকিস্তানের কোচ থাকছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ পর্যন্ত সাবেক অসি তারকা গিলেস্পি তার দায়িত্ব চালিয়ে যাবেন। আগামী ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ।
এর আগে ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। রঙিন পোশাকের ক্রিকেটে পাকিস্তানের কোচ হিসেবে দলের সঙ্গে যাবেন আকিব জাভেদই। তিনি বর্তমানে পিসিবিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।