পাকিস্তানের সংবাদ সম্মেলন বয়কট, ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো?

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ বলা হয় ভারত-পাকিস্তানের দ্বৈরথকে। মাঠের খেলার সঙ্গে মাঠের বাইরের আলোচনায়ও শীর্ষে থাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে সেটির পরিমাণ আরও বেড়েছে। আগামীকাল সুপার ফোরের লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান। সেই লড়াইয়ে নামার আগে আবারও নতুন বিতর্ক শুরু।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন করার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু সেই সংবাদ সম্মেলন বয়কট করেছে পাকিস্তান। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তাদের প্রতিবেদনে বলা হয়, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসিসি) প্রকাশিত সূচি অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টায় দুবাইয়ে আইসিসি একাডেমিতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসার কথা ছিল পাকিস্তান টিমের। কিন্তু সংবাদ সম্মেলনে আসেনি পাকিস্তান।’
এর আগে গ্রুপ পর্বের ম্যাচে দুই দলের ক্রিকেটারদের হ্যান্ডশেক না করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যেখানে পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় হাত মেলাতে নিষেধ করেছিলেন। এটিকে আইসিসির নিয়ম বহির্ভূত বলে তার অপসারণের দাবি জানায় পিসিবি।
পরবর্তীতে যদিও এক মিটিংয়ে ওই ঘটনার জন্য পাইক্রফট পাকিস্তানের কাছে দুঃখপ্রকাশ করেছে বলে দাবি করে পিসিবি। সেই মিটিংয়ের একটি ভিডিও পিসিবির এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়।
সেই অ্যান্ডি পাইক্রফটকেই আবারও ভারত-পাকিস্তান ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব দিয়েছে আইসিসি। এই কারণেই পাকিস্তান সংবাদ সম্মেলন বয়কট করেছে কী-না, সেটি এখনো স্পষ্ট করে জানা যায়নি।
কারণ যা-ই হোক, আগামীকালের ম্যাচের আগে পাকিস্তানের সংবাদ সম্মেলন ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে।
এশিয়া কাপের চলতি আসরে এর আগেও সংবাদ সম্মেলন বয়কট করেছিল পাকিস্তান। পাইক্রফটের সঙ্গে সেই ঝামেলা চলাকালীন আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন করেনি পাকিস্তান।