ব্যাটিং দৃঢ়তায় ক্যারিবীয়দের চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ
শেষ টেস্ট রাঙিয়ে সাদা পোশাকের লড়াই ড্র দিয়ে শেষ করেছে বাংলাদেশ। সেই স্বস্তি নিয়ে এবার ওয়ানডে সিরিজেও মাঠে নেমে দারুণ ব্যাটিং উপহার দিল মেহেদী হাসান মিরাজের দল। সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। সেন্ট কিটসে এই রান তাড়া করে জিততে হলে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজের। কারণ এই মাঠে ২৬৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দল।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সেন্ট কিটসে এদিন ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে সাবধানী শুরুর আভাস দেন সৌম্য সরকার ও তানজিদ হাসান। তবে থিতু হয়ে জমেনি এই জুটি। পঞ্চম ওভারেই সাজঘরে ফিরে হতাশ করেন সৌম্য। আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কিপার শাই হোপের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেলেন। ১৮ বলে ১৯ রান করে বিদায় নেন তিনি, ৩৪ রানে ভাঙে জুটি।
সৌম্যর বিদায়ের পর ওয়ানডাউনে নেমে হতাশ করেন লিটন দাস(২)। দলীয় ৪৬ রানে রোমারিও শেফার্ডের বলে কাট করতে গিয়ে তিনিও ধরা পড়েন হোপের হাতে। টানা দুই উইকেট হারানোর পর তানজিদ তামিমের সঙ্গে জুটি বাধেন মেহেদী হাসান মিরাজ।
এই জুটিতে আশার আলো দেখে বাংলাদেশ। দলীয় শতরান পার হওয়ার পর এই জুটি ভাঙেন আলজারি জোসেফ। দলীয় ১২৫ রানে জোসেফের বলে শর্ট থার্ডম্যানে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তানজিদ। ফেরার আগে তৃতীয় ওয়ানডে ফিফটিতে ৬০ বলে ৬০ রান নিয়ে বিদায় নেন তানজিদ। ৭৯ রানে ভাঙে জুটি।
এরপর মিরাজকে সঙ্গ দিতে মাঠে নামেন আফিফ। নতুন জুটি গড়ার পথে ৭১ বলে ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। ফিফটি তুলে আফিফকে নিয়ে ছুটছিলেন তিনি। কিন্তু জমে ওঠেনি এই জুটিও। দলীয় ১৭৯ রানে আফিফকে বিদায় করে এই জুটি ভাঙেন শেফার্ড। ২৯ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন আফিফ।
আফিফের বিদায়ের কিছুক্ষণ ভাঙে মিরাজের প্রতিরোধও। রাদারফোর্ডের বল মোকাবিলায় এক্সট্রা কাভারে সিলসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ছয় বাউন্ডারি আর এক ছক্কায় ১০১ বলে ৭৪ রানে ফেরেন মিরাজ।
অধিনায়কের বিদায়ের পর বাকি পথ টানেন মাহমুদউল্লাহ ও জাকের আলি। সপ্তম ওভারেই এই জুটি দুজন মিলে বাংলাদেশকে পৌঁছে দেন প্রায় তিনশ রানের কাছাকাছি। শেষ পর্যন্ত টিকে থেকে ফিফটি তুলে নেওয়া মাহমুদউল্লাহ করেন ৪৪ বলে ৫০রান। তার সঙ্গে থাকা জাকের খেলেন ৪০ বলে ৪৮ রানের ইনিংস।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সমান দুটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড। একটি উইকেট নেন সিলস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৪/৬ (তানজিদ ৬০, সৌম্য ১৯, লিটন ২, মিরাজ ৭৪, আফিফ ২৮, মাহমুদউল্লাহ ৫০*, জাকের ৪৮, রিশাদ ০*; জোসেফ ১০-১-৬৭-২, সিলস ১০-০-৬৩-১, শেফার্ড ১০-১-৫১-৩, গ্রেভস ৭-০-৫০-০, চেইজ ৩-০-১৬-০, মোটি ১০-০-৪২-০)।