মেলবোর্ন টেস্টের আগে পিচ বিতর্ক, মুখ খুললেন রোহিত শর্মা
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারত-অস্ট্রেলিয়া সিরিজে। মোহাম্মদ সিরাজ, বিরাট কোহলির পর সাংবাদিকদের সঙ্গে বিতর্কে জড়ান রবীন্দ্র জাদেজা। আর এবার মেলর্বোন টেস্ট মাঠে গড়ানের আগে পিচ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে ভারত। বিষয়টি নিয়ে অবশেষে মুখে খুললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১-১ সমতায় থাকায় এমন পরিস্থিতিতে দুই দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে মেলবোর্ন টেস্টের জন্য। সেই টেস্টের আগে পিচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভারতীয় দলের অভিযোগ অনুশীলনে তাদেরকে পুরোনো পিচে খেলতে দেওয়া হয়েছে। আর অসিদের দেওয়া হয়েছে নতুন পিচে। বিষয়টি নিয়ে ক্ষোভ জানায় ভারত।
বিষয়টি নিয়ে ম্যাচের আগের দিন অনুশীলনে রোহিত বলেন, ‘গত দুই দিনে আমরা যে পিচে অনুশীলন করেছি, মনে হয় সেগুলো ব্যবহৃত পিচ ছিল। হয়তো বিগ ব্যাশ লিগের সময় ব্যবহার করা হয়েছিল। আজ মনে হয় আমরা অব্যবহৃত পিচ পাব। মাত্র এক দিন অব্যবহৃত পিচে অনুশীলন করার সুযোগ পাব আমরা। দেখি গিয়ে অনুশীলনে কেমন পিচ, সেই অনুযায়ী অনুশীলন করব ‘
এর আগে শনি ও রবিবার এই পিচেই অনুশীলন করে ভারত। সেখানে তাদের যে পিচ দেওয়া হয়েছিল তার বাউন্স খুব কম ছিল। বাউন্সার করার জন্য পেসারদের অনেক পরিশ্রম করতে হচ্ছিল। খুব কম বলই কোমরের উচ্চতায় উঠছিল। পিচের ছবি দেখে বোঝা যাচ্ছিল, বেশ কয়েকটি জায়গা কালো হয়ে গিয়েছে। অর্থাৎ, তা অব্যবহৃত পিচ নয়।
এই বিষয়টি নিয়ে মেলবোর্ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ কিউরেটর ম্যাট রোজ় জানিয়েছেন তিনি যেটা করেছেন সেটা নিয়ম মেনে করেছেন। তিনি জানান, নিয়ম অনুযায়ী, ম্যাচের তিনদিন আগে ফ্রেস পিচ দিতে হয়। আর ভারত অনুশীলন করেছে চারদিন আগে, সেই কারণে ভারতকে পুরোনো পিচ দেওয়া হয়েছে। এই যুক্তি মানতে চাননি অনেকে। এই যুক্তি ধরলে মেলবোর্নের নতুন পিচে একদিন বাড়তি অনুশীলন করবে অস্ট্রেলিয়া।