২০২৫ সালে শান্তদের যত খেলা
ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিল ২০২৪। নতুন বছরেও কর্মব্যস্ত থাকবে ক্রীড়াঙ্গন। এবছর টেস্টের তুলনায় ওয়ানডেতে বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিদেশের তুলনায় দেশের মাটিতেই অনুষ্ঠিত হবে বেশিরভাগ সিরিজ। বছরের প্রথম দিনে জেনে নেওয়া যাক মিরাজ-শান্তদের ভবিষ্যৎ সফরসূচি।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বছরের প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে শুরু চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে খেলা বাংলাদেশ, এবার দারুণ কিছু করতে মুখিয়ে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
চ্যাম্পিয়নস ট্রফির পরই মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। যদিও এই সিরিজের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বিপিএলের পরই সূচি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
২০২৪ সালে বাংলাদেশের জন্য পাকিস্তান সফরটা ছিল স্মরণীয়। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে দারুণ জয় পায় বাংলাদেশ। এবছরও লাল-সবুজের প্রতিনিধিদের সামনে সুযোগ সেই স্মৃতি ফিরিয়ে আনার। এবার অবশ্য ফরম্যাট ভিন্ন। ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা নাজমুল শান্তদের।
বাংলাদেশ-শ্রীলঙ্কা
জুনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে। জিম্বাবুয়ে সফরের মতো এই সিরিজেরও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এই সফরটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ-ভারত
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আরও একবার এই দুই দলের লড়াই দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। আগস্টে তিন ম্যাচের ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে কোহলিদের। ২০২২ সালে ভারতকে ওয়ানডেতে সিরিজ হারানোর পুনরাবৃত্তি করতে মরিয়া মেহেদী মিরাজের দল।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরটা বাংলাদেশের জন্য ছিল অম্ল-মধুর। টেস্ট ও ওয়ানডেতে সিরিজ জিততে না পারলেও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। এবার ঘরের মাঠে ক্যারিবীয়দের আতিথ্য দেবে বাংলাদেশ। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ
বছরের শেষদিকে আইরিশদের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ২ টেস্টের পাশাপাশি তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে ঘরের মাঠে পরিসংখ্যান বেশ ভালো বাংলাদেশের। সেই ধারা এই বছরও ধরে রাখতে চায় বাংলাদেশ।