বিপিএলে ক্রিকেটাররা ঠিকমতোই টাকা পাবে : ফারুক আহমেদ
বিপিএল নিয়ে বড় একটি অভিযোগ—ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের টাকা ঠিকমতো পরিশোধ করে না। চলমান আসরে যেমন সাত দলের ছয়টিই এখনও খেলোয়াড়দের টাকা দেয়নি। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের মোট অর্থের অর্ধেক পরিশোধ করতে হবে। বাকি অর্ধেকের ২৫ ভাগ টুর্নামেন্টের মাঝামাঝি, বাকিটা শেষে দেওয়ার কথা।
অন্যরকম বিপিএলের প্রতিশ্রুতি দিলেও আর্থিক দিক থেকে আগের মতোই গা ছাড়া যেন ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিকেটারদের অর্থ পরিশোধে নজর নেই তাদের। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জানিয়েছেন, ক্রিকেটাররা ঠিকঠাক মতো তাদের পাওনা পাবেন।
মিরপুরে আজ বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ফটোশ্যুটে এই কথা বলেন ফারুক আহমেদ। ফটোসেশনের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের টাকা ঠিকঠাকই দেবে।
ফারুক আহমেদ বলেন, ‘বিপিএলে ফ্র্যাঞ্চাইজিদের বিনিয়োগ ক্রিকেটের উন্নয়নের স্বার্থেই। ক্রিকেটারদের টাকাপয়সাও তারা ঠিকঠাকভাবে দেবে বলে আমার বিশ্বাস। দলগুলোকে বলা হয়েছে পারিশ্রমিক যেন দিয়ে দেয়। এজন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সরাসরি কথা বলছি। তারা যাতে না মনে করে বোর্ডই শুধু দেখবে এসব বিষয়। ফ্র্যাঞ্চাইজিরাও কিন্তু আমাদের পার্টনার।’