জয়ের উল্লাসের মধ্যে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
দারুণ জয়ে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু করেছে চিটাগাং কিংস। নিজেদের হোম ভেন্যুতে খুলনা টাইগার্সের বিপক্ষে জিতে তখন উল্লাসে ভাসছিল পুরো দল। যার সঙ্গী পেসার খালেদ আহমেদ। যিনি নিজেও দুই উইকেট নিয়ে ভাসছিলেন আনন্দে। কিন্তু এই উল্লাসের মাঝেই খালেদ জানতে পারলেন, তার মা আর নেই।
গতকাল বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল ও চিটাগং কিংসের পেসার সৈয়দ খালেদ আহমেদের মা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চট্টগ্রাম কিংসের পক্ষ থেকে খালেদের মায়ের মৃত্যুর সংবাদ জানানো হয়। জানানো হয়, 'সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা থাকল। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে জায়গা করে দিন।'
খালেদের বাড়ি সিলেটে। দিন তিনেক আগেই সেখানে ম্যাচ খেলে এসেছেন তিনি। জানা যায়, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন খালেদের মা। এবার সেই অসুস্তায় পাড়ি জমালেন না ফেরার দেশে।
খালেদের মাকে হারানোর দিনে খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারিয়ে বিপিএলে টানা চতুর্থ জয় পেয়েছে চিটাগং কিংস। চার ওভারে ২৬ রান দিয়ে দুটি উইকেট নেন পেসার খালেদ। চলতি আসরে পাঁচ ম্যাচে আট উইকেট নিয়ে এখনও পর্যন্ত দলের দ্বিতীয় সফলতম বোলার ৩২ বছর বয়সী এই পেসার।