রাজশাহীর চরম নাটকীয়তা, ম্যাচ বয়কট বিদেশিদের
ঘণ্টা খানেক পরই রংপুর রাইডার্সের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ দুর্বার রাজশাহীর। অথচ সেই ম্যাচের আগে মাঠে যাননি দলটির ছয় বিদেশি ক্রিকেটার। ঘটনার নেপথ্যে পারিশ্রমিক ইস্যু। বকেয়া পারিশ্রমিক পরিশোধ না হওয়ায় এই ম্যাচ খেলতে দলের সঙ্গে টিম বাসে ওঠেননি উক্ত ক্রিকেটাররা। পরবর্তীতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করলেও তাতে সাড়া মেলেনি।
অবশ্য রাজশাহীর এমন পেমেন্ট ইস্যু নতুন নয়। এর আগেও চলতি আসরে বেশ কয়েকবার ক্রিকেটারদের পাওয়া নিয়ে গড়িমসি করতে দেখা গেছে ফ্র্যাঞ্চাইজিটিকে। চট্টগ্রাম পর্বেও ম্যাচের আগে অনুশীলন বয়কট করতে বাধ্য হয়েছিলেন ক্রিকেটাররা। পরবর্তীতে চাপের মুখে পড়ে সেসময় ২৫ শতাংশ বকেয়া পরিশোধ করে মালিকপক্ষ।
এই বিষয়ে, বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু গতকাল শনিবার (২৫ জানুয়ারি) জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তারা ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বসে বিতর্কিত বিষয়গুলোর সমাধান করবেন। বিসিবির সেই ডেডলাইনের মধ্যেই দেখা গেল এমন সমস্যার। এখন বিদেশিদের ছাড়াই কি মাঠে নামবে রাজশাহী, সেটাই এখন দেখার বিষয়। নিয়ম অনুযায়ী অন্তত ২ জন ক্রিকেটার খেলাতে হবে।
উল্লেখ্য, বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পেলেও দেশি ক্রিকেটাররা ম্যাচের আগে পাওয়া অর্থ বুঝে পেয়েছেন। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির অভিজ্ঞ ক্রিকেটার এনামুল হক বিজয়।