চ্যাম্পিয়নস ট্রফির আগে আচমকা অবসরে অসি তারকা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/stoinis.jpg)
সপ্তাহ দুয়েক পরই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, অথচ টুর্নামেন্ট শুরুর আগে হুট করেই বিদায়ের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ওয়ানডে ক্রিকেটে আর দেখা যাবে না অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপজয়ী তারকাকে। তার এমন আচমকা বিদায়ে চাপে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। তার ওয়ানডে ছেড়ে দেওয়ার মূল কারণ, টি-টোয়েন্টি লিগগুলোয় আরও বেশি মনোযোগী হওয়া।
বিবৃতিতে স্টয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলতে পারা ছিল অবিশ্বাস্য এক ভ্রমণ এবং এই জার্সিতে প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারা আমার হৃদয়ে রয়ে যবে সবসময়ই। সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না। তবে আমার মনে হয়েছে, ওয়ানডে থেকে সরে দাঁড়িয়ে পরের অধ্যায়ে পুরোপুরি মনোযোগ দেওয়ার উপযুক্ত সময় এখনই।’
স্টয়নিস আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এর সঙ্গে আমার সম্পর্ক দারুণ এবং তার সমর্থনকে সবসময় দারুণভাবে মূল্যায়ন করি আমি। পাকিস্তানে ছেলেদের সাফল্যের জন্য আমি গলা ফাটাব।’
অস্ট্রেলিয়ার জার্সিতে ২০১৫ সালে অভিষেক হয়েছিল স্টয়নিসের। এরপর থেকে গত দশ বছরে ৭১টি ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। তাকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলেও রাখা হয়েছিল। তবে স্টয়নিসের আকস্মিক অবসরের ঘোষণায় এখন দলে পরিবর্তন আনতে হবে। স্টয়নিস সর্বশেষ গত নভেম্বরে পাকিস্তান সফরের দলে ছিলেন। এই ফরম্যাটে তার রান ১৪৯৫ এবং ৪৮ উইকেট। স্টয়নিস ২০২৩ সালের বিশ্বকাপজয়ী দলেরও অংশ ছিলেন।