চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন যেসব তারকা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/trofy_0.jpg)
আর সপ্তাহ খানেকের অপেক্ষা। এরপরই পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির ২০২৫ আসরের। মেগা এই টুর্নামেন্টের আগে চোটের ধাক্কা আছে বেশ কয়েকটি দলে। কয়েকজন তো এরই মধ্যে ছিটকে গেছেন। বেশ কিছু বড় নামকে দেখা যাবে না এবারের আসরে। চোট, অবসর আর নাম প্রত্যাহারের মিছিলে শেষ দিনে অস্ট্রেলিয়া দলে এসেছে বড় পরিবর্তন। এক নজরে দেখে নেওয়া যাক যেসব তারকাকে দেখা যাবে না এবারের আসরে…
চ্যাম্পিয়নস ট্রফির আগে চোটের সমস্যায় সবচেয়ে বেশি বিপাকে অস্ট্রেলিয়া। দলটির জন্য বড় ধাক্কা অলরাউন্ডার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো পেসারের না থাকা। ব্যক্তিগত কারণে মিচেল স্টার্ক আর ওয়ানডে থেকে হঠাৎ অবসর নিয়েছেন মার্কাস স্টয়নিস। পিঠের চোটে ছিটকে গেছেন মিচেল মার্শের তারকা অলরাউন্ডার। অনেকটা নতুন নিয়েই এবার খেলতে হচ্ছে অসিদের।
সদ্যই ভারতের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পাওয়া ইংল্যান্ড এক ক্রিকেটারকে পাচ্ছে না। তিনি হলেন তরুণ তুর্কি জ্যাকব বেথেল। সদ্য সমাপ্ত ভারত সফরে হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি। আর সেই চোটই তাকে ছিটকে দিল চ্যাম্পিয়নস ট্রফি থেকে। বেথেলের পরিবর্তে শেষ মুহূর্তে টম ব্যান্টনকে স্কোয়াডে নেওয়া হয়েছে।
বড় ধাক্কা পেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারত। দলটির তারকা পেসার জাসপ্রিত বুমরাহ চোটের কারণে ছিটকে গেছেন। যদিও আসরের শেষদিকে তাকে দলে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে বিসিসিআইয়ের। পুরো আসরে ভারতের জন্য ট্রাম্প কার্ড হতে পারতেন। অস্ট্রেলিয়া সফরে পাওয়া পিঠের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি বুমরাহ।
অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও তাদের একাধিক ক্রিকেটারকে হারিয়েছে। আইএল টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং চোটে পড়েন তারকা পেসার লকি ফার্গুসন। এরপর গত শনিবার ক্যাচ ধরতে গিয়ে কপাল কেটে চোটে পড়েন তারকা অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। জানা গেছে, তার জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবে ব্ল্যাক ক্যাপসরা।
চোটের ধাক্কা আছে পাকিস্তান ক্রিকেট দলেও। তারকা পেসার হারিস রউফ চলমান ত্রিদেশীয় সিরিজে সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন। শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকতে পারেন কিনা হারিস সেটাই দেখার বিষয়। এর আগে চোটের কারণে ছিটকে যান ইনফর্ম ওপেনার সাইম আইয়ুব। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালির চোটে পড়েন।
এ তালিকায় আছে দক্ষিণ আফ্রিকাও। চোটের কারণে তারা চ্যাম্পিয়নস ট্রফির দলে পায়নি তারকা পেসার আনরিখ নরকিয়াকে। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন জেরাল্ড কোয়েৎজে। তিনিও পরে গ্রোইন ইনজুরিতে পড়েন। তাই তাকে নিয়েও শঙ্কা থেকেই যাচ্ছে। তিনি ছাড়াও লিজার্ড উইলিয়ামস ও বিউয়ান হেন্ড্রিকসকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
বাংলাদেশের বিপক্ষের সিরিজে আলো ছড়িয়েছিলেন আফগানিস্তানের রহস্যময় স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফার। চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের ট্রাম্প কার্ড হতে পারতেন তিনি। গত ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে চোটে পড়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যান তিনি। এছাড়া ১৫ জানুয়ারি প্রাথমিক দল ঘোষণার আগেই বাদ পড়েন মুজিব-উর রহমান।