ভিন্নতা আসছে প্রিমিয়ার লিগের দলবদলে

প্রতি বছরের মতো নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে আসন্ন গ্রীষ্মে নির্ধারিত সময়ের আগেই শুরু হবে দলবদল। গ্রীষ্মকালীন দলবদলে এবার দুই দফায় দলে খেলোয়াড় ভেড়ানোর সুযোগ পাবে ক্লাবগুলো। মূলত, ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন পরিবর্তিত ফরম্যাট ও সূচির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এই প্রস্তাবের ওপর প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ভোট দিয়েছে। ফলে, সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে দুই দফায় দলবদলের সিদ্ধান্তটি।
আগামী ১৫ জুন পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের, চলবে ১৩ জুলাই পর্যন্ত। অন্যদিকে, প্রিমিয়ার লিগে গ্রীষ্মকালীন দলবদল সাধারণত শুরু হয় ১৪ জুন এবং তা চলে আগস্টের শেষদিন বা ১ সেপ্টেম্বর পর্যন্ত।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ জুন ক্লাব বিশ্বকাপ শুরুর আগে ১ থেকে ১০ জুন সীমিত পরিসরে দলবদল চলবে। এরপর দ্বিতীয় দফায় নিয়মিত গ্রীষ্মকালীন দলবদল অনুষ্ঠিত হবে ১৬ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
দলবদলের ব্যাপারে কথা ওঠে গত বছরের অক্টোবরে। তখন একটি অন্তর্বর্তী দলবদলের নিয়ম করার প্রস্তাব দেয় ফিফা। এতে করে ৩০ জুন যেসব খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হবে, তারা ফ্রি এজেন্ট হয়ে নতুন ক্লাবে যেতে পারবে বলে জানানো হয়।
চলতি মৌসুম থেকে নতুন আঙ্গিকে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগসহ উয়েফার প্রতিযোগিতাগুলোর পরিসর বাড়ানোর ফলে ইউরোপীয় ফুটবলের সূচি এমনিতেই ঠাঁসা। তার ওপর নেশন্স লিগ, ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে ফাঁকে ফাঁকে। সব মিলিয়ে ফুটবলারদের দম ফেলার জো নেই।