এমন ফেরা চাননি লিটন

বড় স্বপ্ন নিয়েই পাকিস্তানে গিয়েছিলেন লিটন কুমার দাস। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে বেশ রোমাঞ্চিত ছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও দেওয়া হয়েছিল পুরো মৌসুমের ছাড়পত্র। কিন্তু, তাকে নিয়ে নিয়তি লিখেছিল ভিন্নকিছু। মাঠে নামার আগেই শেষ হয়ে যায় লিটনের পিএসএল।
করাচি কিংসের জার্সিতে অনুশীলন করতে নেমে আঙুলে চোট পান লিটন। চোট সারতে সময় লাগবে ২ থেকে ৩ সপ্তাহের মতো। ফলে আসর শেষ হয় তার। শনিবার (১২ এপ্রিল) রাতেই দেশে ফেরেন তিনি। তবে, এমন ফেরা চাননি এই উইকেটরক্ষক ব্যাটার। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি জানান, এভাবে চলে আসাটা ভালো নয়।
লিটন বলেছেন, ‘এটা ভালো নয়। যেভাবে আমি ফিরে এলাম, তা আদর্শ হতে পারে না। আঙুলের চোটে ফিরতে হলো। তবু, যেভাবেই আসি নিজের মাতৃভূমিতে ফেরা সবসময়ই অন্যরকম অনুভূতি তৈরি করে।’
লিটনের প্রতি তার ক্লাব করাচি কিংসের আচরণ ছিল বন্ধুত্বপূর্ণ। যার প্রশংসা করেছেন তিনি নিজেই। লিটনের মতে, তারা যথেষ্ট হেল্পফুল। মন-মানসিকতার দিক থেকে তারা খুব ভালো। সব সিদ্ধান্ত লিটনের ওপর ছেড়ে দিয়েছে করাচি।
সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি। দ্রুত সুস্থ হওয়ার তাগিদ অনুভব করছেন, যার কারণে ফিরে এসেছেন বলে জানান এই তারকা।