সিলেট টেস্ট
যে একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ

বছরের প্রথম টেস্ট, সেটি আবার ঘরের মাঠে। রঙিন পোশাকে খেললেও চলতি বছর সাদা পোশাকে বাংলাদেশের প্রথম ম্যাচ এটি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার (২০ এপ্রিল) জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছেন নাজমুল হোসেন শান্তরা। টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ভারসাম্যপূর্ণ দল নিয়ে নেমেছে বাংলাদেশ। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নেমেছে বাংলাদেশ। পেস আক্রমণে নাহিদ রানা ও হাসান মাহমুদের সঙ্গে আছেন খালেদ আহমেদ। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের স্পিনে ভরসা টিম ম্যানেজমেন্টের।
ব্যাট হাতে ওপেনিংয়ে আছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। আছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম৷ টেস্ট বিশেষজ্ঞ মুমিনুল ইসলাম ও অধিনায়ক শান্ত মিলে ব্যাটিং অর্ডার করেছেন শক্তিশালী। উইকেটের পেছনে থাকছেন জাকের আলী অনিক।
বাংলাদেশ অধিনায়ক শান্ত চান, প্রতিপক্ষ নিয়ে না ভেবে ভালো খেলতে। দলের সবাই সেভাবেই প্রস্তুত হয়েছে বলে জানান তিনি৷ অন্যদিকে, লড়াইয়ের আভাস দিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনও।
টেস্ট ফরম্যাটে মোট ১৮ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। হেরেছে ৭টিতে। বাকি ৩টি টেস্ট ড্র হয়েছে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক),মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।