ভারতের কেন্দ্রীয় চুক্তিতে কে কত রুপি পাবেন?

নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৩৪ জন ক্রিকেটারকে আনা হয়েছে চুক্তির আওতায়। চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। খবর ইএসপিএনক্রিকইনফোর।
এ+ ক্যাটাগরিতে আছেন চার ক্রিকেটার— রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এ গ্রেডে আছেন ছয়জন— মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি ও ঋশভ পন্ত। বি ক্যাটাগরিতে রাখা হয়েছে—সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জাইসওয়াল ও শ্রেয়াস আইয়ার।
বাকি ১৯ জন ক্রিকেটারের জায়গা হয়েছে সি গ্রেড ক্যটিাগরিতে। ৩৪ জন ক্রিকেটারের মধ্যে পন্তের উন্নতি হয়েছে। বি ক্যাটাগরিতে থেকে এ ক্যাটাগরিতে এসেছেন তিনি। এছাড়া, গত বছরের চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়াস আইয়ার ও ইশান কিষাণ ফিরেছেন এবার।
মোট ৯ জন ক্রিকেটার এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন, যাদের অনেকে গত বছর ছিলেন না। আবার কেউ এবারই প্রথম।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ+ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বাৎসরিক ৭ কোটি ভারতীয় রুপি বেতন পাবেন। এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ৫ কোটি, বি ক্যাটাগরিতে ৩ কোটি এবং সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ১ কোটি রুপি করে।