ফুটবলের টান টান উত্তেজনা দেখতে মাঠে ফুটবলপ্রেমীদের ঢল

বিকেলের সোনালী আলোয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহপুর খেলার মাঠে যেন বসেছিল আনন্দ আর উন্মাদনার মেলা। আজ শনিবার (২৬ এপ্রিল) ‘শাহপুর প্রিমিয়ার লীগ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলাকে কেন্দ্র করে গ্রামীণ জনপদের হাজারো মানুষ মাঠে ভিড় জমায়। দুপুরের পর থেকেই নবীনগরের শাহপুর মাঠের চারপাশ মুখরিত হতে শুরু করে ফুটবলপ্রেমীদের পদচারণায়। আশেপাশের গ্রাম থেকে দলবেঁধে ছুটে আসেন তারা, সকলেরই প্রত্যাশা ছিল মাঠে বসে একটি জমজমাট ফুটবল লড়াই উপভোগ করা।
বিকেল চারটায় খেলা শুরুর আগে শাহপুর মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে অনেকেই আশপাশের বাড়ির ছাদ এমনকি গাছের ডালেও নিজেদের স্থান করে নেন। সকলের চোখে-মুখে ছিল একটি আনন্দময় ফুটবল ম্যাচ দেখার উচ্ছ্বাস।

লাল ও নীল জার্সি পরিহিত খেলোয়াড়রা যখন মাঠে নামেন, তখন দর্শকদের মাঝে উত্তেজনা আরও বেড়ে যায়। খেলা শুরু হওয়ার পর থেকেই গোল আদায় করে নেওয়ার জন্য দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। খেলোয়াড়রা যখনই বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যান, দর্শকদের উচ্ছ্বাস আর উন্মাদনা যেন বাঁধ মানতে চায় না। দীর্ঘদিন পর গ্রামীণ পর্যায়ে এমন দর্শকপূর্ণ মাঠে খেলতে পেরে খেলোয়াড়রাও ছিলেন বেশ আনন্দিত।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

শিল্পপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।
দীর্ঘ ৮০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে শাহগদা ফুটবল একাদশ দুই-এক গোলের ব্যবধানে দামলা গুলপুকুরিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি দুই দলের টিম ম্যানেজারের হাতে প্রাইজ মানি ও পুরস্কার তুলে দেন। এর মধ্য দিয়েই শেষ হয় শাহপুর লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের আনন্দঘন সমাপ্তি।