চমক রেখে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা
ব্যস্ত সময়ের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াবে দুটি সিরিজ। টি-টোয়েন্টি ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজ দুটিকে সামনে রেখে আজ রোববার (৪ মে) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজ দুটির দলে আছে একাধিক চমক। টি-টোয়েন্টি ফরম্যাটে স্থায়ী অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল লিটনের নাম। তার হাতেই তুলে দেওয়া হলো দায়িত্ব। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই তারকার হাতেই থাকবে নেতৃত্বের ভার। সিরিজে সহ-অধিনায়ক করা হয়েছে স্পিনার শেখ মেহেদিকে।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না শান্ত। এবার ফিরেছেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটির পর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নামেনি বাংলাদেশ।
সেই সিরিজের দলে থাকা ৫ ক্রিকেটার—তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ ও রিপন মণ্ডল নেই এবারের স্কোয়াডে। শান্তসহ দলে ঢুকেছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।
চলতি মে মাসের ১৭ ও ১৯ তারিখ অনুষ্ঠিত হবে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটি। ম্যাচের ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচগুলো।
আরব আমিরাত সফর শেষে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত সিরিজটি ফয়সালাবাদ ও লাহোরে অনুষ্ঠিত হবে। ২৫ ২৭, ৩০ মে এবং ১ ও ৩ জুন মাঠে গড়াবে ম্যাচগুলো। ৫টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।