মুখোমুখি পরিসংখ্যানে কারা এগিয়ে বাংলাদেশ নাকি আফগানিস্তান?

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার মিশন ওয়ানডে সিরিজ। যার প্রথমটিতে আজ বুধবার (৮ অক্টোবর) মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ওয়ানডে সংস্করণটা বাংলাদেশের প্রিয় সংস্করণ। বাংলাদেশের ক্রিকেটে যতটুকু সফলতা তার সবটুকুই এই সংস্করণে। কিন্তু সাম্প্রতিক সময়ের প্রিয় ফরম্যাট ওয়ানডের রঙিন পোশাকে রং হারিয়েছে বাংলাদেশ। বিপরীতে বিশ্বক্রিকেটে নিজের অপ্রতিরোধ্য হিসেবে তুলে ধরছে আফগানরা।
এমন অবস্থায় দুই দল মাঠে নামার আগে অনেক সমর্থকের মনে প্রশ্ন ওঠছে মুখোমুখি পরিসংখ্যানে কারা এগিয়ে, বাংলাদেশ নাকি আফগানিস্তান? সেই প্রশ্নের উত্তর অবশ্য স্বস্তিদায়ক বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য।
পরিসংখ্যান বলছে, ওয়ানডেতে এখন পর্যন্ত মোট ১৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর আফগানিস্তান। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ১১টি ম্যাচে। বিপরীতে আটটিতে জিতেছে আফগানরা।
তবে সিরিজের হিসাবে কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারছে না। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত চারটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, যেখানে দুটি করে জিতেছে দুই দলই।
তবে দুই দলের সর্বশেষ দেখায় সুখস্মৃতি নেই বাংলাদেশের জন্য। গত বছরের নভেম্বরে এই শারজাহতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
এ ম্যাচে অবশ্য পুরোনো পরিসংখ্যান নতুন করে লিখতে চায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও জয়ের হাসি হাসতে চায় টাইগাররা।