হোয়াইটওয়াশ এড়াতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ ইতোমধ্যে হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তাই তৃতীয় ওয়ানডেটা অনেকটা নিয়মরক্ষার, তবে বাংলাদেশের হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর বিষয়টিও রয়েছে। এমন ম্যাচে দলে হয়ত কিছু পরিবর্তন এনে ঘুরে দাঁড়াতে চাইবে মিরাজরা। যে কারণে সম্মান রক্ষার এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং, বোলিং দুই বিভাগেই আসতে পারে কিছু রদবদল।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানদের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
পরপর দুই ম্যাচে ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশ। এই সংস্করণে পুরো ৫০ ওভার ব্যাটিং করাটাই কঠিন হয়ে পড়েছে তাদের। প্রথম ম্যাচের পর উন্নতির বদলে দ্বিতীয় ম্যাচে আরও বড় ভরাডুবি ঘটিয়েছে শান্ত-জাকেররা। তাই ব্যাটিং বিভাগে চিন্তার ভাঁজ বেশি।
গত দুই ম্যাচে ০ ও ১০ রান করা তানজিদ হাসানকে বাদ দিয়ে এই ম্যাচে ফেরানো হতে পারে ওপেনার মোহাম্মদ নাঈমকে। তার সঙ্গে থাকছেন সাইফ হাসান।
মিডল অর্ডারেও আজ পরিবর্তন আসতে পারে। অফ ফর্মে থাকা জাকের আলীর জায়গায় নামানো হতে পারে শামীম হোসেনকে। সর্বশেষ জাকের দুই ম্যাচে ১০ ও ১৮ রান করেন। এত তার পরিবর্তে শামীমকে নামানোর সম্ভাবনা দেখা যাচ্ছে।
বিশ্রাম ও পারফরম্যান্স উভয়ই বিবেচনায় বোলিং বিভাগে আসতে পারে পরিবর্তন। প্রথম দুই ম্যাচ না খেলা নাহিদ রানা আজ একাদশে থাকতে পারেন। তানজিম হাসান সাকিবের জায়গায় তাকে নামানো হতে পারে। সিরিজের শেষ ওয়ানডে বিবেচনায় যাদের প্রথম দুই ম্যাচে নামোনো হয়নি তারা আজ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।