হারের কারণ হিসেবে কী বললেন লিটন?
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এর আগে খেলা ৪ টি-টোয়েন্টির প্রতিটিতে জিতেছিল বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে সোমবার (১৯ মে) আরব আমিরাতের বিপক্ষে জয়ের সুবাসই পাচ্ছিল বাংলাদেশ। আগে ব্যাট করে ২০৫ রান তুলে হারার কথা কেইবা ভেবেছিল! কিন্তু, অসম্ভবকে সম্ভবে পরিণত করে রূপকথা লিখেছে আরব আমিরাত।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছে স্বাগতিক আরব আমিরাত। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। এমন অপ্রত্যাশিত হার মেনে নিতে কষ্টের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
ম্যাচ শেষে লিটন বলেন, ‘প্রতিটি হারই কঠিন। আমরা ভালো ব্যাট করেছি। ব্যাটিংয়ের জন্য এটি দারুণ উইকেট ছিল। কিন্তু, মাঝের ওভারগুলোতে আমাদের বোলিং ও ফিল্ডিংয়ে ভুল হয়েছে। হয়তো ভালো করতে পারিনি, কিন্তু আমরা ফিরে আসার চেষ্টা করছি।’
তিহাস গড়া থেকে এক ওভার দূরে ছিল সংযুক্ত আরব আমিরাত। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের আলো ঝলমলে রাতকে আরও আলোকিত করতে যা করার, সবটাই করেছে আমিরাতের ক্রিকেটাররা। প্রথমবারের মতো বাংলাদেশকে টি-টোয়েন্টিতে হারিয়েছে। তারচেয়ে বড় অর্জন, নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছে দলটি। এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে আরব আমিরাত জিতেছিল ১৭৩ রান তাড়া করে। এতদিন এটিই ছিল তাদের সর্বোচ্চ রান চেজ।

স্পোর্টস ডেস্ক