টেস্টে ভারতের নতুন অধিনায়ক গিল

রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ভারতের পরবর্তী অধিনায়ক নিয়ে। জসপ্রীত বুমরাহর নাম শোনা গেলেও তাকে দেওয়া হয়নি নেতৃত্ব। আজ শনিবার (২৪ মে) সাদা পোশাকে ভারতের নতুন অধিনায়কের নাম সামনে এসেছে। ক্রিকেটের অভিজাত সংস্করণে ভারতের নেতৃত্ব এখন শুভমান গিলের হাতে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুধু অধিনায়কের নাম ঘোষণা করেনি। গিলের সহকারীর নামও জানিয়েছে। ঋষভ পন্তকে করা হয়েছে ভারতের নতুন সহ-অধিনায়ক। গিলকে অধিনায়ক করার ঘোষণা দেন বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার।
গিলের প্রসঙ্গে আগারকার বলেন, ‘গিল অনেক তরুণ। আমরা অনেকের কাছ থেকেই মতামতা নিয়েছি। তার সম্পর্কে ইতিবাচক কিছু পেয়েছি। ভারতের অধিনায়ক হওয়াটা ভীষণ চাপের কাজ। সবসময় এই চাপটা থাকে। আশাকরি, সে তা সামলাতে পারবে। আমরা বিশ্বাস করি, সঠিক ব্যক্তিকেই নেতৃত্বের জন্য বেছে নিয়েছি।’
সহ-অধিনায়কের ব্যাপারে আগারকারের মত, ‘গত কয়েক বছরে আমাদের অন্যতম সেরা ব্যাটার পন্ত। সে তার অভিজ্ঞতা দিয়ে গিলকে সাহায্য করতে পারবে। একই সঙ্গে দুজন মিলে দলকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে।’
এর আগে টেস্ট ও ওয়ানডেতে কখনোই ভারতের অধিনায়কত্ব করেননি গিল। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে অবশ্য ভারতকে নেতৃত্ব দেন তিনি।