দেয়ালে পিঠ ঠেকে গেছে : বিসিবি সভাপতি
ধীরে ধীরে যেন অন্ধকারে ঢেকে যাচ্ছে দেশের ক্রিকেট। জাতীয় দলের করুণ পারফরম্যান্সে লজ্জার সব রেকর্ডে নাম লেখাচ্ছে বাংলাদেশ। একের পর এক সিরিজ হারের সঙ্গে বৈশ্বিক টুর্নামেন্টে ভরাডুবি র্যাংকিংয়েও বাংলাদেশকে নিয়ে যাচ্ছে তলানিতে।
সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবেছে টাইগাররা। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ।
দেশের ক্রিকেটের এমন অবস্থায় দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আইসিসির সাবেক ডেভেলপমেন্ট অফিসার আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন তিনি। এরপর দল নিয়ে যেমন আশা দেখিয়েছেন, করেছেন বর্তমান অবস্থার মূল্যায়ন করেছেন। বুলবুলের মনে হয়েছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে জাতীয় দলের। সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে সমালোচনার চেয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করা বেশি জরুরি।
দলের এমন অবস্থা নিয়ে বুলবুল বলেন, ‘একটি দলের পারফরম্যান্স কখনও ওপরে ওঠে, কখনও নেমে যায়। আমাদের আগে জানতে হবে নিচে নামার কারণ কী। সেটা পরিষ্কারভাবে জানলে উন্নতির পথও সহজ হবে। পাকিস্তান সফর শেষে জাতীয় দল দেশে ফিরলে আমরা প্রথমে পারফরম্যান্স মূল্যায়নের কাজ করব। খেলোয়াড়দের ফিডব্যাক দেব, আলোচনা করব কোথায় কোথায় উন্নতির জায়গা রয়েছে। যেহেতু আমরা তিন ফরম্যাটেই খেলি, সব জায়গাতে উন্নতির চেষ্টা থাকবে।’

স্পোর্টস ডেস্ক