পাকিস্তান কোচের সমালোচনার জবাবে যা বললেন ইমন

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৭ উইকেটের সহজ জয় পেয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার (২০ জুলাই) বাংলাদেশের বোলারদের তোপের মুখে মাত্র ১৯.৩ ওভারেই ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ম্যাচ শেষে উইকেট নিয়ে বেশ সমালোচনা করেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন। তবে ম্যাচসেরা হয়ে উইকেট নিয়ে পাকিস্তান কোচের সমালোচনার জবাবও দিয়েছেন বাংলাদেশের ব্যাটার পারভেজ হোসেন ইমন।
পাকিস্তানের ওপেনার ফখর জামানের ৩৪ বলে ৪৪ রানের ইনিংস বাদে আর কেউ তেমন ভালো খেলতে পারেননি। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এমন ধরণের উইকেটের বিষয়টি মানতেই পারেননি পাকিস্তানের কোচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে হেসন বলেন, ‘আমার মনে হয় না এমন উইকেট কোনো দলের জন্য আদর্শ হতে পারে। সবাই এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে। এই অবস্থায় এরকম উইকেট গ্রহণযোগ্য নয়। যদিও ব্যাট হাতে আমরা যেসব বাজে সিদ্ধান্ত নিয়েছি সেসব ব্যাপারে অজুহাত দিতে চাচ্ছি না। এটা কোনোভাবেই আন্তর্জাতিক মানের উইকেট নয়।’
তবে ৫ ছক্কা ও ৩ চারে ৩৯ বলে ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ইমন। পাকিস্তান কোচের উইকেট নিয়ে সমালোচনার কথাগুলো তাকে জানানো হলে ইমন বলেন, ‘আমার কাছে এমন কিছু মনে হয়নি। আমরা ১১০ রান করছি ১৬ ওভারে (১৫.৩ ওভারে)। আমরা যদি ২০ ওভারও খেলতাম ১৬০ রান করতে পারতাম। হতে পারে ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।’