ভুটান মাতাতে দেশ ছেড়েছেন দুই ফুটবলার

ভুটানের ঘরোয়া ফুটবলে বাংলাদেশ নারী দলের ফুটবলারের সংখ্যা কম নয়। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমারা রাখছেন সাফল্যের ছাপ। এবার ভুটানের লিগে যোগ দিতে দেশ ছেড়েছেন আরও দুই নারী ফুটবলার। আজ সোমবার (২১ জুলাই) তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র ভুটানে পাড়ি জমান। তাদের নিয়ে ভুটানে বাংলাদেশি নারী ফুটবলারের সংখ্যা দাঁড়াবে ১২ জনে।
তহুরা ও শামসুন্নাহার দুজনই খেলবেন রয়্যাল থিম্পু কলেজের হয়ে। ক্লাবটি গত বছর এএফসি নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। বাংলাদেশি দুই তারকাই জাতীয় দলের অন্যতম অংশ। দেশকে প্রথমবারের মতো এশিয়ান কাপে তোলার পেছনে দুজনেরই আছে বড় অবদান। দুজন এবার প্রথমবার খেলতে গিয়েছেন দেশের বাইরের লিগে।
সকালে দেশ ছাড়ার আগে দোয়া চেয়েছেন তহুরা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তারকা এই ফরোয়ার্ড ছবি শেয়ার করেছেন শামসুন্নাহারের সঙ্গে। লিখেছেন, ‘ভুটানের পথে। নতুন যাত্রা। দোয়া করবেন।’