মাইলস্টোনের শিশুদের জন্য জয় চান দর্শকরা

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ। ছন্দে থাকা লাল-সবুজের প্রতিনিধিরা চাইবে আজই সিরিজ নিজেদের করে নিতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শক আসতে শুরু করেছেন। অথচ, এমন একটা দিনে হাসি নেই কারও মুখে। মাঠে আসছেন দর্শকরা, মন যেন পড়ে আছে উত্তরায়। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে আজ মঙ্গলবার (২২ জুলাই) উত্তাপটা নেই।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩১ জন। সংখ্যাটা আরও বাড়বে। যাদের বেশিরভাগ শিশু। স্টেডিয়ামে বাংলাদেশের খেলা দেখতে আসা দর্শকরা চান, শিশুদের জন্য ম্যাচ জিততে।
রিফা তারান্নুম নামক এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া বলেন, ‘সেই জায়গাটায় (ঘটনাস্থলে) আমি আমার ছোটবোনকে ভাবছিলাম। সারারাত ঘুমাতে পারিনি। আজ খেলা দেখতে এসেছি। আমি জয় নিয়ে ফিরতে চাইব। এটা হবে সবার জন্য উপহার।’
আসিফ হাসান নামক একজন অবশ্য বলছেন, ‘আজ খেলাটা না হলে খুব ভালো হতো। জানি না আমাদের ক্রিকেটাররা কীভাবে খেলবে। আল্লাহ তাদেরও শোক সইবার শক্তি দিক।’
কারও কারও কাছে আজকের খেলাটা মূল্যহীন। তবু এসেছেন বন্ধুদের সঙ্গে। একটু দুঃখ ভুলে থাকতে চান। কাল রাত থেকে ঘুমাতে পারেননি আজমাইন। তাই টিকিট কেটে খেলা দেখতে এসেছেন। কলেজপড়ুয়া এই কিশোর বলেছে, ‘আমি চাইব আজ বাংলাদেশ জিতুক। বাংলাদেশ দল তো কতবার আমাদের জিতিয়েছে। আজকের জয়টা আমরা চাইব শিশুদের জন্য।’